"দেবার জন্য এত তড়িঘড়ি কিন্তু নেবার বেলায় কেন নয়"?

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ০৫ মার্চ, ২০১৪, ০২:০৩:১০ দুপুর



ভারতকে করিডোর দেয়ার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত চায় সরকার : তোফায়েল



পোশাক শিল্পটাও নিতে চলেছে ভারত ।



ভারত ৫০ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে ।



শেখ হাসিনাকে ড. মনমোহন সিং : তিস্তা চুক্তি কঠিন ইস্যু

এই কয়েকটি খবর পড়ে যা জানা গেল আমাদের এই ভারতীয় মনোনীত সরকার বাংলাদেশের স্বার্থ এক প্রকার বিসর্জন দিয়ে দাদাদের সার্বিক স্বার্থে কাজ করে যাচ্ছেন। করমর্দন করে তাদের সাথে যেন সংহতি প্রকাশ করে চলেছেন।

চক্ষু লজ্জার খাতিরে হয়ত তিস্তার পানি চেয়েছিলেন তাতেও দাদার অস্বিকৃতি।

আবার তোফায়েল সাহেবরা করিডোর দেবার জন্য ব্যস্ত হয়ে গেছেন। আমাদের দেশের মন্ত্রীরা যেন ভারতেরই স্বার্থ রক্ষায় বেশী ব্যস্ত। উচ্ছিষ্টের যে কি গুণ তা ভারত প্রতি পরতে পরতে পেয়ে যাচ্ছে। তাদের ছিটানো উচ্ছিষ্ট যেন সফলভাবে ফলপ্রসু হচ্ছে। মানুষ এতই নীচ হতে পারে ? আমর মনে হয় এরা এত নীচ বলে জনগণ তাদের প্রত্যাখান করাতে গায়ের জোরে জনগণের সব অধিকার কেড়ে নিয়ে তারা (আওয়ামীরা) দাদাদের পিছনে ছুটছে।

বিষয়: বিবিধ

১০৩১ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

187176
০৫ মার্চ ২০১৪ দুপুর ০২:৩২
আব্দুল গাফফার লিখেছেন : আসিতেছে শুভদিন সব কিছুর বিচার হবে ইনসেআললাহ
০৫ মার্চ ২০১৪ দুপুর ০২:৩৪
138737
আমি মুসাফির লিখেছেন : বাংলার জনগণ এটাই দেখতে চায় কারণ এভাবে উজাড় করে কেন দিবে?? কার সম্পদ দিবে ? হিসাবতো হতেই হবে। ধন্যবাদ।
187198
০৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:২০
বাংলার দামাল সন্তান লিখেছেন : রেন্ডিয়ার দাদাদের জন্য আমরা আমাদের জীবন যৌবন সব বিসর্জন দিতে পারি।
০৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৮
138753
আমি মুসাফির লিখেছেন : এই শ্রেণীর মানুষেরা কেন এবং কিসে দাদাদের জন্য পাগল পরা হয়ে গেল ? মহিলা হয়েও দাদাদের হাতে হাত মেলানো কেন ??

খুব কস্ট লাগে এসব দেখলে। ধন্যবাদ।

187201
০৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৫
হতভাগা লিখেছেন : ভারতকে এখনও করিডোর দেয় নাই Surprised


ভেঙ্গেছিস কলসির কানা
তাই বলে কি প্রেম দেব না ?
০৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪৯
138758
আমি মুসাফির লিখেছেন : আমাদের এনারা তো প্রেমে গদগদ হয়েই দাদাদের হয়ে কাজ করে যাচ্ছে। করিডোর না দিলেও দেবার জন্য তো উদগ্রীব হয়ে আছে । ধন্যবাদ।
০৫ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৩
138780
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :

করমর্দন করে তাদের সাথে যেন সংহতি প্রকাশ করে চলেছেন।

চক্ষু লজ্জার খাতিরে হয়ত তিস্তার পানি চেয়েছিলেন তাতেও দাদার অস্বিকৃতি
187203
০৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪৮
আমি মুসাফির লিখেছেন : আমাদের এনারা তো প্রেমে গদগদ হয়েই দাদাদের হয়ে কাজ করে যাচ্ছে। করিডোর না দিলেও দেবার জন্য তো উদগ্রীব হয়ে আছে । ধন্যবাদ।
187209
০৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫৫
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
ভারতকে করিডোর দেয়ার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত চায় সরকার : তোফায়েল


০৬ মার্চ ২০১৪ সকাল ১০:৫৯
139204
আমি মুসাফির লিখেছেন : আওয়ামীরা দাদাদের কি পরিমাণ উচ্ছিষ্ট খেয়েছে যার জন্য বুড়ো থেকে গুড়ো সবাই তারা ভারতের পা চাটার কথা বলে।
০৬ মার্চ ২০১৪ সকাল ১০:৫৯
139205
আমি মুসাফির লিখেছেন : আওয়ামীরা দাদাদের কি পরিমাণ উচ্ছিষ্ট খেয়েছে যার জন্য বুড়ো থেকে গুড়ো সবাই তারা ভারতের পা চাটার কথা বলে।
187214
০৫ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৩
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :

চক্ষু লজ্জার খাতিরে হয়ত তিস্তার পানি চেয়েছিলেন তাতেও দাদার অস্বিকৃতি।

আবার তোফায়েল সাহেবরা করিডোর দেবার জন্য ব্যস্ত হয়ে গেছেন। আমাদের দেশের মন্ত্রীরা যেন ভারতেরই স্বার্থ রক্ষায় বেশী ব্যস্ত। উচ্ছিষ্টের যে কি গুণ তা ভারত প্রতি পরতে পরতে পেয়ে যাচ্ছে। তাদের ছিটানো উচ্ছিষ্ট যেন সফলভাবে ফলপ্রসু হচ্ছে। মানুষ এতই নীচ হতে পারে ? আমর মনে হয় এরা এত নীচ বলে জনগণ তাদের প্রত্যাখান করাতে গায়ের জোরে জনগণের সব অধিকার কেড়ে নিয়ে তারা (আওয়ামীরা) দাদাদের পিছনে ছুটছে।
০৬ মার্চ ২০১৪ সকাল ১১:০০
139206
আমি মুসাফির লিখেছেন : উক্তিটির প্রতিধ্বনি করাতে আপনাকে অশেষ ধন্যবাদ।
187377
০৫ মার্চ ২০১৪ রাত ০৮:০৬
হাসান৫৩ লিখেছেন : পিলাচ
০৬ মার্চ ২০১৪ সকাল ১১:০২
139207
আমি মুসাফির লিখেছেন : আমি উতসাহিত হলাম। আপনাকে পজেটিভ চিন্তার জন্য অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File