"""অশ্লীলতা যুদ্ধের চেয়্রে বেশী বিধ্বংসীকারক"""।

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:২১:০৯ দুপুর



সালাইদ্দীন আইয়ুবীর কথা দিয়ে যদি শরু করি তাহলে বর্তমানে তার সেই কথারই প্রকৃত বাস্তবতা প্রতি পরতে পরতে দেখতে পাচ্ছি।

দেখুন ভ্যালেন্টাইন ডে'র বিরুপ ফল





দেখতে পাচ্ছি আধুনিকতার চরম অবক্ষয়





দেখতে পাচ্ছি ভারতীয় সিরিয়ালের কুফল । দেশে ঘরে ঘরে ভারতীয় সিরিয়াল দেখে তার প্রভাবে প্রভান্বিত হচ্ছে । আর আমদের টিভি গুলোতে যে এ্যাড দেয়া হচ্ছে তাতে সবাই বসে একত্রে টিভি দেখতে বসলে মাঝে মাঝে এমন বিব্রতকর অবস্থা হয় যা বর্ননা করা কঠিন।

নায়ক নায়িকার ছোট পোশাক যেন ফ্যাসন হয়ে গেছে তাদের অনুকরনের ধুম পড়ে গেছে । আর ফ্যাসন বাদীরা মহিলাদেরকে আরো উলঙ্গপনা ছড়িয়ে দিচ্ছে ।





এমন পরিবেশ যে দেশে সর্বদা বিরাজমান তাতে কি সালাউদ্দীন আইয়ুবী সাহেবর কথার প্রতিফলন দেখতে পাই না? যুদ্ধ করে ধ্বংস করার চেয়ে এটাই মারাত্মক সর্বনাশ । যদি এখনও আমরা নিজেদেরকে সংযত না করতে পারি দেশের সমাজ ব্যবস্থা পাশ্চাত্য দেশের মতই ভেঙে পড়তে বাধ্য।

বিষয়: বিবিধ

১৬৮৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

181842
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৭
ইমরান ভাই লিখেছেন : এদেরকে আল্লাহ ছাড়া আর কে পথ দেখাবে? আপানকে ধন্যবাদ।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৭
134485
আমি মুসাফির লিখেছেন : এরা কি মহান আল্লাহর দেয়া কুরআন ্তেটুকু স্টাডি করে নাই??
181869
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৯
সজল আহমেদ লিখেছেন : ভাল লাগ্ল
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৮
134486
আমি মুসাফির লিখেছেন : ভাল জিনিসকে ভাল লাগাটাই ভাল । অনেক ধন্যবাদ।
181873
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪২
হতভাগা লিখেছেন : জ্ঞানী পোস্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৮
134487
আমি মুসাফির লিখেছেন : অনুপ্রাণিত হলাম। অশেষ ধন্যবাদ।
181930
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৫
বাংলার দামাল সন্তান লিখেছেন : ওরা মর্ডান, ওরা আল্টা মডার্ন
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২০
134490
আমি মুসাফির লিখেছেন : ওরা কেন ইসলামের সত মডার্ন হতে পারে না। ইসলামতো সর্বযুগে সর্বকালে সর্ববস্থায় মডার্ন । এটা যদি উপলব্ধি করত তাহলে হয়ত অশ্লীল পথ পরিহার করত বলে মনে হয় ।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
182065
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
শেখের পোলা লিখেছেন : অবাধ্য জাতিরা যুগে যুগে ধ্বংস হয়েছে৷ আমরাও সেই পথেই চলেছি৷
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৪
134885
আমি মুসাফির লিখেছেন : সঠিক সময়ে সঠিক কথা বলার জন্য আপনাকে আনইরক মুবারক বাদ।
182078
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ গুরুত্বপুর্ণ পোষ্টটির জন্য।
এগুলিকে বাধা দিতে হবে নিজেদেরই। আল্লাহ এর উপর দায়িত্ব দিয়ে বসে থাকলে হবেনা।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৫
134886
আমি মুসাফির লিখেছেন : আমি আমার পরিবার থেকেই শুরু করেছি সকলে এভাবে করলে সম্ভব । উত্তম পরামর্শের জন্য ধন্যবাদ।
184313
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:২৬
অজানা পথিক লিখেছেন : ধন্যবাদ
০১ মার্চ ২০১৪ দুপুর ০২:১৯
136843
আমি মুসাফির লিখেছেন : আপনাকেও অশেষ ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File