"""অশ্লীলতা যুদ্ধের চেয়্রে বেশী বিধ্বংসীকারক"""।
লিখেছেন লিখেছেন আমি মুসাফির ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:২১:০৯ দুপুর
সালাইদ্দীন আইয়ুবীর কথা দিয়ে যদি শরু করি তাহলে বর্তমানে তার সেই কথারই প্রকৃত বাস্তবতা প্রতি পরতে পরতে দেখতে পাচ্ছি।
দেখুন ভ্যালেন্টাইন ডে'র বিরুপ ফল
দেখতে পাচ্ছি আধুনিকতার চরম অবক্ষয়
দেখতে পাচ্ছি ভারতীয় সিরিয়ালের কুফল । দেশে ঘরে ঘরে ভারতীয় সিরিয়াল দেখে তার প্রভাবে প্রভান্বিত হচ্ছে । আর আমদের টিভি গুলোতে যে এ্যাড দেয়া হচ্ছে তাতে সবাই বসে একত্রে টিভি দেখতে বসলে মাঝে মাঝে এমন বিব্রতকর অবস্থা হয় যা বর্ননা করা কঠিন।
নায়ক নায়িকার ছোট পোশাক যেন ফ্যাসন হয়ে গেছে তাদের অনুকরনের ধুম পড়ে গেছে । আর ফ্যাসন বাদীরা মহিলাদেরকে আরো উলঙ্গপনা ছড়িয়ে দিচ্ছে ।
এমন পরিবেশ যে দেশে সর্বদা বিরাজমান তাতে কি সালাউদ্দীন আইয়ুবী সাহেবর কথার প্রতিফলন দেখতে পাই না? যুদ্ধ করে ধ্বংস করার চেয়ে এটাই মারাত্মক সর্বনাশ । যদি এখনও আমরা নিজেদেরকে সংযত না করতে পারি দেশের সমাজ ব্যবস্থা পাশ্চাত্য দেশের মতই ভেঙে পড়তে বাধ্য।
বিষয়: বিবিধ
১৬৭৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
এগুলিকে বাধা দিতে হবে নিজেদেরই। আল্লাহ এর উপর দায়িত্ব দিয়ে বসে থাকলে হবেনা।
মন্তব্য করতে লগইন করুন