"ইসলামের জীবন চিত্র"

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ১৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:২৩:৫৮ দুপুর

(এক)

এক গরমের দুপুরে হযরত ওমর ইবনে আবদুল আজিজ বিশ্রাম নিতেছিলেন এবং একজন দাসী তাকে বাতাস করছিল । বাতাস করতে করতে কোন এক সময় দাসীর তন্দ্রা এসে যায়। তখন পাখাটা উঠিয়ে আমীরুল মুমিনীন দাসীকে বাতাস করতে লাগলেন। কিছুক্ষণ পর তন্দ্রা ভাঙতেই সে ভয়ে চিল্লায়ে উঠে বলল,"আমীরুল মুমীনিন আপনি এ কি করছেন ?"

"তুমিতো আমর মতই মানুষ। তোমারও তো গরম লাগে । তুমি যেমন আমাকে পাখার বাতাস করছিলে,আমিও তোামাকে একটু বাতাস করলাম।" আমীরুল মুমীনিন দাসীকে সান্তনা দিয়ে বললেন।

(দুই)

দামেস্কে দীর্ঘদিন থেকে একটি মুসলিম পরিবার একটি গীর্জা যবর দখল করে রাখে । খৃষ্টানরা যখন জানতে পারল, ওমর ইবনে আবদুল আজিজ খলীফা হয়েছেন এবং উমাইয়া বংশের শাসনের পরিবর্তে ইসলামী হুকুমাত কায়েম হয়েছে তখন তারা আমীরুল মমীনিনের নিকট গীর্জা ফেরত পাবার আবেদন করে।

খলীফা সে মুসলমানদের ডেকে পাঠান। তারা এলে খলীফা তাদের নিকট প্রকৃত ব্যাপার জিজ্ঞাসা করেন। তারা বলল,"দীর্ঘদিন এ গীর্জা আমাদের অধিকারে রয়েছে।" ইলামের কন্ঠসর ইনসাফগার খলীফা বললেনঃ' কিন্তু ইসলামী শরীয়ত তোমাদেরকে অমুসলিমদের উপাসনালয় দখল করে রাখার অনুমতি দেয় না। গীর্জা ঈসায়ীদের ফেরত দিয়ে দাও।" কয়েক মুহুর্তের মধ্যেই কয়েক বছরের অন্যায় নির্মূল হয়ে গেল ।

বিষয়: বিবিধ

১৩৬৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

179411
১৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৩
বাংলার দামাল সন্তান লিখেছেন : সুন্দর একটি লেকা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ
১৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪২
132414
আমি মুসাফির লিখেছেন : ধৈর্য্য সহকারে পড়ার জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ।
181894
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০১
মদীনার আলো লিখেছেন : কয়েক মুহুর্তের মধ্যেই কয়েক বছরের অন্যায় নির্মূল হয়ে গেল । অনেক ধন্যবাদ
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৪
134483
আমি মুসাফির লিখেছেন : এই পথ তো মহান আল্লাহর সুতরাং সেই পথে যদি মুহাম্মদ রাসুল সাঃ এর পন্থায় চলি তাহলে এমন করে সব সমস্যারই সমাধান সম্ভব ।

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য
182071
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২২
সজল আহমেদ লিখেছেন : লেখাটা চমত্‍কার হয়েছে।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১২
134884
আমি মুসাফির লিখেছেন : লেখাটি পড়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File