!!!!মর্মান্তিক!!!!

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ১৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:১৪:৪২ দুপুর



মিশর এখন যেন আবার সেই ফিরাউনের কবলে পড়েছে । নব্য ফিরাউনদের সময় এমন এমন ঘটনা ঘটছে যা হৃদয়বিদারক এবং মর্মান্তিক!!!

এই বোনটার প্রসবের সময়ও খুলে দেয়া হয়নি হ্যান্ডকাপ!!!!

কিশোরীর নাম “দাহাব হামদি”(১৮)। গ্রেপ্তার কালীন সময় সে ৯ মাসের প্রেগন্যান্ট ছিল।

তার সন্তানের নাম রাখা হয় “হুররিয়াহ” (ফ্রিডম)যার অর্থ স্বাধীন, মুক্ত।

সেনাঘেঁষা মানবাধিকার গ্রুপগুলো এ ব্যাপারে চুপ করে রয়েছে। স্বতন্ত্র মানবাধিকার সংগঠন গুলো সেনা হয়রানির ভয়ে মুখ খুলছে না।

মুসলমান নামধারী কাফের মুশরিকদের তল্পীবাহী ও চেজেন্ডা বাস্তবায়নকারীরা মুসলমানদেরকে এভাবেই নিপিড়ন ও নির্যাতন করে চলেছে । এর শেস কোথায়? ??????

বিষয়: বিবিধ

১০৬৩ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

177424
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
তহুরা লিখেছেন :
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৭
130849
আমি মুসাফির লিখেছেন : হা, আপনি ঠিক ছবিই দিয়েছেন, এসব এই ফেরাউন এবং তারই বংশধর নব্য ফেরাউনদের কাজ। তবে দুঃখ হয় এরা মুসলমানের নামে পরিচিত এদের এই পরিচিতি টুকু কেড়ে নেয়া উচিত।
অনেক ধন্যবাদ যুগোপযোগী মন্তব্যের জন্য ।
177440
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
সিকদারর লিখেছেন : দুঃখজনক। এরাই আবার নিজেদের মুসলমান বলে গলাবাজি করে।
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৮
130851
আমি মুসাফির লিখেছেন : হা এটাতো আমার দুঃখ হয় ।মুসলমান পরিচয় দিয়ে এত জঘন্য হয় কি করে ?? অশেষ ধন্যবাদ সঠিক উপলব্ধির জন্য ।
177568
১৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হায় রে মানবাধিকার!!!
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৯
130855
আমি মুসাফির লিখেছেন : মানবাধিকার নিভৃতে নির্জনে বসে একাকী অশ্রুবিসর্জন দিচ্ছে ।
177809
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৪
আমি মুসাফির লিখেছেন :





মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File