শুধু প্রেয়সীর ললাটে চুম্বনই ভালোবাসা???

লিখেছেন লিখেছেন ির্যাতন ২৫ মার্চ, ২০১৪, ০২:১৯:৫৩ দুপুর



মা ফোন করে কান্নাজড়িত কণ্ঠে যখনবলে তুই নাই বাসায় আমার খেতে ইচ্ছে করছেনা। তুই খেয়েছিস বাবা? তখন ভাবি এটাই হয়তো ভালোবাসা..

মাস শেষে বিশ হাজার টাকা বেতন পেয়ে আট হাজার টাকা পাঠানোর পরে বাবা যখন বলে আমাদের আর খরচ কি? তোর টাকা লাগলে বলিস,অথচ আমি জানি আমি ছাড়াও ফ্যামিলিতা আরো পাচজন সদস্য আছে। তখন ভাবি বাবার এই মিথ্যা কথাটাই

হয়তো ভালোবাসা..

বাসা থেকে আসার সময় দাদু যখন বলে আজকে না গেলে হয়না? তার টল্টল্চোখ দেখে মনে হয় এই মায়াকেই হয়তো ভালোবাসা বলে...

ভাবী ফোন করে যখন বলে পনেরো দিন হয়ে গেলো অথচ তুমি আমার বাসায় একবারো আসনাই,যাও আজকে থেকে কথা বন্ধ।

তখন মনে হয় এইতো ভালোবাসা..

বন্ধুর থেকে ধার করা টাকায় ছোটভাইকে দেয়া জামা পরে যখন ও নাচানাচি করে, নিষ্পাপ মুখের ওই হাঁসিটুকু দেখলে মনে হয়

এই হচ্ছে ভালোবাসা..!!

বোনের বাসায় একটু দেরি করে গেলেই যখন বলে, কেন আসছিস? আমার কোনো ভাই নাই,আবার পরক্ষনেই জড়িয়ে ধরে ভ্যাঁ করে কেঁদে দেয়,

তখন মনে হয় এই হচ্ছে শুদ্ধতম ভালোবাসা...!!!

শুধু প্রেয়সীর ললাটে চুম্বন দেয়াকে ভালোবাসা বলেনা।

ভালোবাসা ছড়িয়ে আছে জীবনের পরতে পরতে,শুধু নিতে জানতে হয়,বুঝে নিতে হয়...!!

বিষয়: বিবিধ

২১৬৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

197654
২৫ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৭
নূর আল আমিন লিখেছেন : ঠিক ভালোবাসা জিবনের প্রতিটি পরতে পরতে
197677
২৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৩
মাহমুদ আরিফ লিখেছেন : খুব অসাধারণ একটি লেখা! তবে ছবিটা একটু আপত্তিকর!! Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out
২৮ মার্চ ২০১৪ দুপুর ০২:০৭
149001
ির্যাতন লিখেছেন : ছবিটির জন্যে ক্ষমা করবেন Happy লেখাটির শিরোনামের সাথে মিলিয়ে এর চেয়ে ভাল ছবি খুঁজে পাইনি
197816
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
নীল জোছনা লিখেছেন : ভালোবাসা ছড়িয়ে আছে জীবনের পরতে পরতে,শুধু নিতে জানতে হয়,বুঝে নিতে হয়...!!

ঠিক কৈছেন ভাই
২৮ মার্চ ২০১৪ দুপুর ০২:০৬
149000
ির্যাতন লিখেছেন : ধন্যবাদ নীল জোছনা Happy
197847
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আপনার লেখা পড়ে যখন মন্তব্য করি বুঝবেন এরই ভালবাসা ।
২৮ মার্চ ২০১৪ দুপুর ০২:০৫
148999
ির্যাতন লিখেছেন : আপনার মন্তব্যটিতে যখন Reply পাবেন, বুঝবেন এরই নাম ভালবাসা Love Struck
227432
২৮ মে ২০১৪ দুপুর ০২:৪৬
আলোকর্বর্তিকা লিখেছেন : আসলে ভালবাসা বলতে কিছু নেই। সবই ভন্ডামী।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File