কিছু প্রশ্ন : নেই কি তার উত্তর ?

লিখেছেন লিখেছেন ির্যাতন ১০ জানুয়ারি, ২০১৪, ১১:৪৮:৫২ রাত



রওশন এরশাদকে বিরোধীদলীয় নেত্রী ঘোষণা করা হয়েছে। এটা কি ঘোষণা দিয়ে প্রতিষ্ঠা করা সম্ভব? এখানে জনগণের কি কোন ভূমিকা নাই?

হোসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান। বিরোধী দলের নেত্রী রওশন এরশাদ কিভাবে হবেন?

এরশাদ সাহেব যদি তাঁকে মনোনীত করে থাকেন সেটা তিনি নিজের মুখে বলবেন। আমরা অন্যের মুখে এরশাদ সাহেবের কথা শুনব কেন?

এরশাদ সাহেব ব্যাতীত অন্য ব্যাক্তিতো মিথ্যা কথাও বলতে পারে।! আমরা বুঝতে পারছিনা আমরা এরশাদ সাহেবকে দেখতে পারছিনা কেন? তিনি হঠাত অদৃশ্য হয়ে গেলেন কেন?

এরশাদ সাহেবকে ঘিরে সরকারের মিথ্যাচার আমাদেরকে ব্যাথিত করেছে।

বিষয়: রাজনীতি

১৫৮০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

161212
১১ জানুয়ারি ২০১৪ রাত ০১:১৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : যা হচ্ছে সবই অগণতান্ত্রিক ,নির্বাচন, সরকার , বিরোধী দল সংসদ সব বাকশালীর রূপ
161260
১১ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:১৩
হতভাগা লিখেছেন : রওশন এরশাদ এখন বিরোধী দলের নেতা - এটাই আজকের বাস্তবতা ।

হাসিনা বরাবরের মতই প্রধানমন্ত্রী - এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে ।

আর বেগম জিয়া ? ১৯৯১ এর পর এই প্রথম উনি কোনটাতেই নেই ।

হ্যাঁ একটা পদ উনার জন্য আশরাফ সাহেব দিয়েছেন , সেটা হল :

বেগম জিয়া এখন প্রধান মুক্তিযুদ্ধ বিরোধী দলের নেত্রী
১১ জানুয়ারি ২০১৪ সকাল ১০:১৩
115571
ির্যাতন লিখেছেন : হাহাহাহা কমেন্টটি পড়ে মজা পেলাম Winking)
227434
২৮ মে ২০১৪ দুপুর ০২:৪৭
আলোকর্বর্তিকা লিখেছেন : জনগনতো সবসময় দর্শক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File