সুখবর! বাংলাদেশ আবারো নোবেল পেতে যাচ্ছে। কিন্তু কেন? জেনে নিন।

লিখেছেন লিখেছেন তানভীর আরিফ ১৫ ডিসেম্বর, ২০১৩, ০১:০৫:৩২ দুপুর

সুখবর! বাংলাদেশ আবারো নোবেল পেতে যাচ্ছে। কিন্তু কেন? জেনে নিন।

গ্রামীণ ব্যাংক মডেলের পর এবার নির্বাচনী মডেল। একটির জন্য নোবেল হলে অন্যটির জন্য নয় কেন? প্রথমটি দারিদ্র মোচনের মাধ্যমে শুধুমাত্র শান্তির মডেল, অপরটি শান্তি ও অগ্রগতির মডেল। আলোচনার মাধ্যমে নির্বাচনী ফলাফল নির্ধারণের মডেল। একটা নোবেল দিলে হবে না, দুটি নোবেল দিতে হবে। আগে শুধু কাঘুই আনন্দ দিত, আর এখন পুরো ৩০০ জনই আনন্দ দিচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে এই অতি আনন্দে না জানি কতজনের নিরানন্দ শুরু হয়ে যায়।

এই ধরণের একটি ঐতিহাসিক মডেলের নাম আগে শুনলেও বুঝতে পারি নি, এখন বয়স হয়েছে, বুঝতেও পারছি। একটু সরাসরি বললাম, কারণ অনেকে দেশপ্রেমিক হলেও পঞ্চ ইন্দ্রিয়ের সমস্যায় ভোগছেন। ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী হলেই রাজাকার, আর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের কথা বললেই নাস্তিক এই ভাবে যারা দেখে দুই শ্রেণিরই পঞ্চ ইন্দ্রিয়ের সমস্যা আছে। দেশের এই ক্রান্তি লঘ্নে আমাদের এই সমস্যা হতে বেরিয়ে এসে কঠোর উদ্যমে কাজ করতে হবে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের দরকার আর ২টি আসন। কি নির্লজ্জ বেহায়া এদেশের কতিপয় ক্ষমতালোভী রাজনীতিক আর তাদের যোগ্যতাহীন কিছু চামচা! অন্ততঃ ১৫০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে তারা। লজ্জার বিষয়টি হল, এই সকল আসনে স্বতন্ত্র প্রার্থীরাও তাদের মনোনয়ন প্রত্যাহার করেছে অথবা যাদের নির্বাচনে আগ্রহ ছিল তারাও মনোনয়ন জমা দেন নি। রাজনীতিতে হয়তঃ পেশী শক্তি নেই এই সকল স্বতন্ত্র প্রার্থীদের, কিন্তু মানুষ হওয়ার জন্য যে লজ্জাবোধ থাকা দরকার তা তাদের রয়েছে। কিন্তু যারা আমাদের সেবক, রাষ্ট্রের চাকর, আমদের অর্থে যাদের অনেকের বিশাল পরিবারের ভরণ পোষণ চলছে বছরের পর বছর তাদের মাঝে কোন লজ্জাবোধ নেই।

বিষয়: বিবিধ

১০৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File