The man who learnt what cannot be taught..... (একটি গল্প)
লিখেছেন লিখেছেন তুনীরের শেষ তীর ০৫ জানুয়ারি, ২০১৪, ০৮:৫১:০৮ রাত
বসরায় এক বৃদ্ধ বাস করতেন যার একমাত্র কাজ ছিল তার একমাত্র সুদর্শন ছেলেটিকে দিকে লক্ষ্য রাখা । বৃদ্ধ ছেলেকে অত্যন্ত ভালোবাসতেন।বৃদ্ধ তার সকল টাকা ছেলের লেখাপড়ার জন্য খরচ করেছিলেন।ছেলে কয়েকবছরের জন্য শিক্ষাগ্রহণের উদ্দেশ্যে বাবার কাছ থেকে বিদায় নিল এবং এক প্রসিদ্ধ স্কলারের কাছে শিক্ষা অর্জন করলো।
শিক্ষা সমাপ্ত করে যেদিন ছেলে বাড়িতে ফিরে আসল এবং তার পিতাও দরজায় দাড়িয়ে ছিল। যখন ছেলে আসলো এবং বাবার সাথে দেখা করলো, বাবা তার চোখের দিকে তাকালেন এবং হতাশ হলেন।
'বেটা, তুমি কি শিখেছ?', বাবা জিজ্ঞেস করলেন।
'যা শেখানো হয়েছে তার সবই শিখেছি', ছেলে বলল।
কিন্তু যা শিক্ষা দেওয়া যায়না তুমি কি তা শিখেছ? যাও বেটা যা শিক্ষা দেওয়া যায়না তা শিখে আস', বৃদ্ধ বললেন।
যুবক তার উস্তাদের কাছে গেল এবং সব বলল।
'যাও এই ৪০০ মেষ নিয়ে পাহাড়ে চলে যাও যখন ১০০০ হবে তখন আসবে।', উস্তাদ বললেন।
যুবক তাই করলো এবং একজন মেষপালক হয়ে গেল।প্রথমবারের মত সে এত নীরবতাকে উপলব্ধি করলো।কথা বলার জন্য কেউ ছিলনা তার। মেষগুলো তার ভাষা বুঝেনা।অস্থির হয়ে পড়লে সে তাদের সাথে যদি কথা বলত তারা এমনভাবে তার দিকে তাকাত যেন সে এ্কটা স্টুপিড।ধীরে ধীরে সে দুনীয়াবী জ্ঞান,আত্মম্ভিকতা,অহংকার ভুলে যেতে শুরু করল এবং মেষগুলোর মতই চুপচাপ হয়ে গেল এবং তার মধ্যে বেশ বিজ্ঞতা ও নম্রতা পরিস্ফুট হল।
দুই বছর শেষে যখন মেষসংখা ১০০০ হল সে তার উস্তাদের কাছে ফিরে এল, এবং তার পায়ের কাছে পরলো।
'এখন তুমি যা শিক্ষা দেওয়া যায়না তা শিখেছ', উস্তাদ বল্লেন।
History bears witness...All the prophets of Allah (subhana wa ta’ala) spent a part of their lives as shepherds before they were tasked with the shepherding of people.
গল্পটি খুব সুন্দর লেগেছে তাই ভাবলাম লিখেই রাখি ;
বিষয়: বিবিধ
১২৮৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন