র্যাব বাতিলের দাবি সার্বজনীন নয়
লিখেছেন লিখেছেন মোহাম্মাদ নেছার উদ্দিন ৩০ অক্টোবর, ২০১৪, ১০:২৬:০৫ রাত
র্যাব বাতিলের দাবি সার্বজনীন নয়। র্যাব বাতিলের দাবি শুধুমাত্র তাদেরই যারা র্যাবের কারনে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারছে না এবং অপকর্ম করে পার পেতে পারছে যার ফলে র্যাব বাতিলের দাবি তুলছে। যদি র্যাব বাতিলের জন্যে র্যাবের কোন ১ টি অপরাধকে হাইলাইট করে দেখানো হয়। তাহলে দেখা যাবে একসময় বাংলাদেশের আইন শৃংখলা রক্ষাকারী প্রতিটা সংস্থাকে বাতিল করার দাবি উঠছে। কেননা বাংলাদেশের প্রতিটা সংস্থার কিছু ভুল ত্রুটি আছে। সেটা পুলিশ, র্যাব, বিজিবি, কোষ্টগার্ড কিংবা সেনাবাহিনী যায় বলুন না কেন।
১/১১ কে ভিত্তি করে আপনি সেনাবাহিনী বাতিল করে দিতে পারেন না, ঘুষ খাওয়াকে কেন্দ্র করে আপনি পুলিশ বাতিল করে দিতে পারেন না, বর্ডার ফেলে মুল ভু-খন্ডে এসে পুলিশকে সহায়তা করছে বলে আপনি বিজিবি বাতিল করে দিতে পারেননা, তবে র্যাবকে কেন? র্যাবের খারাপগুলো চোখে পড়ে ভালোগুলোর সময় কি আপনি চোখে টিনের চসমা পড়েন? র্যাব সৃষ্টির পর থেকে এই পর্যন্ত সাধারন মানুষ আইনশৃংখলা রক্ষাকারী অন্যান্য সংস্থা থেকে র্যাবের উপর বেশী আস্থাশীল। তবে সাম্প্রতিক সময়ে র্যাবের নুন্যতম রাজনৈতিক অপব্যাবহার এবং র্যাবকে নিয়ে মিডিয়ার ক্রমাগত অপপ্রচারের কারনে র্যাবের ভাবমুর্তি কিছুটা ক্ষুন্ন হলেও দীর্ঘদিনের গড়া ভাবমুর্তির উপর এর প্রভাব অতি সামান্য। যা সাধারন মানুষের সাথে খোলা মনে র্যাব নিয়ে আলোচনা করলেই বুঝা যায়।
বিষয়: রাজনীতি
১২১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন