সব জায়গায় সেনাবাহিনী কেন বলির পাঁঠা?

লিখেছেন লিখেছেন মোহাম্মাদ নেছার উদ্দিন ২২ মে, ২০১৪, ০৯:৩১:০৮ রাত

নারায়ণগঞ্জে সেভেন মার্ডারে বলির পাঁঠা হয়েছেন ৩জন সামরিক কর্মকর্তা। কারন, সামরিক বাহিনীর লোকদের উপর জুলুম করলেও কেউ প্রতিবাদ করে না। ১জনের অভিযোগের ভিত্তিতে র‍্যাব কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়া হয়েছে। সেনাবাহিনী থেকে অবসর দেয়া হয়েছে। অথচ, এই সেভেন মার্ডারের মুল হোতা নুর হোসেনের বিরুদ্ধে অনেক মামলা থাকার পরও অস্ত্রের লাইসেন্স পেতে যে ডিসি, এসপির ভুমিকা ছিল। সেই ডিসি, এসপিকে অবসরও দেয়া হয়নি। শুধুমাত্র বদলি করে সব ঝামেলা মিটিয়ে দিয়েছে। এখন মিডিয়ায় তাদের নাম গন্ধ বাতি দিয়ে খুজেও পাওয়া যাবে না।

-মোহাম্মাদ নেছার উদ্দিন

বিষয়: রাজনীতি

১৩১৪ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

224799
২২ মে ২০১৪ রাত ০৯:৩৭
বড়মামা লিখেছেন : পরিকল্পিত গঠনা এরকমই হয়।

২৩ মে ২০১৪ বিকাল ০৪:১৫
172244
মোহাম্মাদ নেছার উদ্দিন লিখেছেন : হতেও পারে।
224801
২২ মে ২০১৪ রাত ০৯:৪০
ভিশু লিখেছেন : ওখানে কারো বলি হয়নি, হবেও নাহ! ম্যানেজ করা হয়ে যাবে সব! খুনি আওয়ামী লীগ পারেনা এমন কিছু নেই!
২৩ মে ২০১৪ বিকাল ০৪:১৯
172250
মোহাম্মাদ নেছার উদ্দিন লিখেছেন : আপাতত সেনাবাহিনী ঠিকই বলি হয়ে আছে। শেষ পর্যন্ত যদি বলি হতে হয় এই সেনাবাহিনীই বলি হবে।
২৩ মে ২০১৪ বিকাল ০৪:১৯
172251
মোহাম্মাদ নেছার উদ্দিন লিখেছেন : আপাতত সেনাবাহিনী ঠিকই বলি হয়ে আছে। শেষ পর্যন্ত যদি বলি হতে হয় এই সেনাবাহিনীই বলি হবে।
224805
২২ মে ২০১৪ রাত ০৯:৪৫
পুস্পিতা লিখেছেন : আওয়ামী লীগের চরম আক্রোশ ছিল সেনাবাহিনীর উপর। ১/১১ এর মাধ্যমে শুরু, ভারত-আওয়ামী লীগ মিলে বর্তমানে সেনাবাহিনীর নৈতিক মান এত নিচে নিয়ে গিয়েছে যা ভাবাই যায়না। বিশেষ করে সিনিয়র অফিসারদের নৈতিকতা। তা না হলে র‍্যাব কি করে এভাবে রাজনৈতিক বিরোধীদের হত্যাকান্ডে নেমে যেতে পারে? বিজিবি কেন সীমান্তের নিরাপত্তা বাদ দিয়ে জামায়াত-শিবির হত্যায় নেমে পড়ে? উভয় বাহিনী কিন্তু পরিচালিত হয় সেনাবাহিনী দিয়ে। তাই বর্তমানে যে সমালোচনা হচ্ছে তা বাস্তবে সেনাবাহিনীর নয়, আওয়ামী লীগের। তারাই সেনাবাহিনীর প্রতি যে আক্রোশ আছে তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে সেনাবাহিনীকে বিতর্কিত কর্মকান্ডে লিপ্ত করানোর মাধ্যমে।
২২ মে ২০১৪ রাত ০৯:৫৬
172051
ভিশু লিখেছেন : আরো আছে! একটি লেখা দিন না, প্লিজ! পড়তে ইচ্ছে হচ্ছিলো! Rolling Eyes Sad
২৩ মে ২০১৪ বিকাল ০৪:১৮
172247
মোহাম্মাদ নেছার উদ্দিন লিখেছেন : হতে পারে এমনটাই। প্রশ্ন এখনো সেনাবাহিনী এইসব বিষয়ে নীরব কেন?
224817
২২ মে ২০১৪ রাত ১০:১৬
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : সত্য বলেছেন।
২৩ মে ২০১৪ বিকাল ০৪:১৮
172248
মোহাম্মাদ নেছার উদ্দিন লিখেছেন : হতে পারে।
224879
২২ মে ২০১৪ রাত ১১:৫০
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
২৩ মে ২০১৪ বিকাল ০৪:১৮
172249
মোহাম্মাদ নেছার উদ্দিন লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File