আজ আমার প্রিয়তমা জান্নাতুল ফেরদৌস নিঝুমের জন্মদিন

লিখেছেন লিখেছেন মোহাম্মাদ নেছার উদ্দিন ০৪ মে, ২০১৪, ০৭:৪২:৪৫ সকাল

আজ আমার প্রিয়তমা জান্নাতুল ফেরদৌস নিঝুমের জন্মদিন। ২০১২ সালের ৮ নভেম্বর বৃহস্পতিবার নিঝুমের সাথে আমার সম্পর্কের শুরু এবং ২০১৩ সালের ৪ জানুয়ারী শুক্রবার কোন কারন ছাড়াই নিঝুম ব্রেক আপ করে। তারপর অনেক বিশাল কাহিনী আছে। গত বছর নিঝুমের জন্মদিনে আমার হাত কেটে হাতের রক্ত দিয়ে নিঝুমের নাম লিখেছিলাম। এইবার সেইরকম কিছুই করবো না। যার কাছে আমার মুল্যায়ন নেই তার জন্য কেন নিজের জীবনটাকে বিলিয়ে দেবো এভাবে। হয়তো তাকে ভুলতে পারবো না। কারন, যাকে জীবনের চাইতে বেশী ভালোবেসেছি, তাকে কি আর চাইলেই ভুলে থাকা যায়? তবে তাকে ভুলে থাকার অভিনয় করতেতো দোষ নাই। এখন থেকে নাহয় অভিনয়ের শুরুটায় করি।

-এম এন উদ্দিন

বিষয়: সাহিত্য

১৩৮৯ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

217141
০৪ মে ২০১৪ সকাল ০৯:১৯
নীল জল লিখেছেন : যদি ভাই ব্রেক আপের কারণটা বলতে পারতেন তাহলে মনে হয় আমরা এই বিষয়ে শিক্ষা নিতে পারব
২১ মে ২০১৪ বিকাল ০৫:৫১
171498
মোহাম্মাদ নেছার উদ্দিন লিখেছেন : ব্রেকাপের কোন কারনই সে বলেনি। তার কাছ থেকে যখন ব্রেকাপের কারন জানতে চেয়েছি। সে তখন বলেছিল তার মন কখন কি চাই সে এইসব জানে না।
217147
০৪ মে ২০১৪ সকাল ০৯:৩০
জাফরানি লিখেছেন : যানই তো পৃথিবীতে সব কিছু ক্ষণস্থায়ী। এই মন্দবাসাও তাই।
২১ মে ২০১৪ বিকাল ০৫:৫২
171499
মোহাম্মাদ নেছার উদ্দিন লিখেছেন : হুম
217164
০৪ মে ২০১৪ সকাল ১০:২৬
দ্য স্লেভ লিখেছেন : ভাল হয় তাকে ভুলে গেলে। আর বিয়ের অাগে এতদূর সম্পর্ক তৈরী না করাই ভাল। এখানে আপনার জন্যে শিক্ষা আছে। আপনি কোনো কাজে ব্যস্ত জীবন পার করুন,ভোলা সহজ হবে।
২১ মে ২০১৪ বিকাল ০৫:৫৩
171500
মোহাম্মাদ নেছার উদ্দিন লিখেছেন : যাকে ভালোবেসেছি জীবনের চাইতে বেশী। তাকে কি চাইলেই ভুলা যায়?
217240
০৪ মে ২০১৪ দুপুর ০১:৩৮
কুয়াশা লিখেছেন : ছ্যাকা খাইছেন সেটা আবার ব্লগে স্বউদ্বোগ্যে প্রকাশ করছেন। দেশটা তো দেখছি রাবিশ মন্ত্রীতে ভরে যাচ্ছে। বেশী টেনশন না করে মুন্নাভাই এম বি বি এস ছবিটা দেখে নেন। তাহলে শিখে যাবেন প্রেমে ছ্যাকা খেলে কি করতে হয়।
০৪ মে ২০১৪ দুপুর ০১:৪৫
165450
ইমরান ভাই লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৪ মে ২০১৪ দুপুর ০২:৪৫
165460
আফরা লিখেছেন : আমার মনের কথাটা বলার জন্য াপনাকে ধনতবাদ ।কুয়াশা @
২১ মে ২০১৪ বিকাল ০৫:৫৪
171501
মোহাম্মাদ নেছার উদ্দিন লিখেছেন : ভাই ছবি দেখার অভ্যেস এবং সময় কোনটাই নাই। কাহিনীটা বলে দিলেই পারেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File