বিয়ে না করার করুণ পরিণতি

লিখেছেন লিখেছেন মোহাম্মাদ নেছার উদ্দিন ০৭ এপ্রিল, ২০১৪, ০২:৪৭:৫৮ দুপুর

সকালে ঘুম থেকে উঠছি ১০টায়। ঘুম

থেকে উঠে গোসল করে এসে দেখি কেউ নাই ঘর খালি।

মানে আম্মা কাজিনের মেয়ে হয়্ছে সেখানে চলে গেছে।

আব্বু কাজে। আর ছোট বোন মাদরাসায়। সো,

আমি বাড়িতে একা। বাড়ি থেকে বের হলাম

নাস্তা করতে। আশায় গুড়েবালি সে আর হলো না।

অন্যকাজে আবার বাড়ি আসতে হলো।

এখনো পর্যন্ত পেটে কিছু পড়ে নাই। বিয়ে করলে এই

করুণ পরিণতি থেকে বেছে যেতে পারতাম। খুব

ভোরে বৌ ঘুম থেকে জাগিয়ে তুলতো। আহ!

ষে কি ফিলিং! তারপর গোসল

করতে পাঠিয়ে নাস্তা তৈরী করতো। গোসল শেষ

করে এলে বৌ এর হাতে বানানো নাস্তা। তারপর নিজ

কাজে বের হতাম। বৌ পেতে চাইলে এখনি কাটা শুরু

করুন আপনার বাসায় থাকা খাটটি। আর অভিবাভকের

প্রশ্নের জবাবে বলুন ১জনের জন্য এত বড় খাট

দিয়ে কি হবে। সাহস করে বিয়ের

কথা বলে দিতে পারলে তো আরো ভালো। বিয়ে করুন,

শান্তিতে জীবন কাটান।

বিষয়: সাহিত্য

১৫১৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

203807
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১৫
অনুরাগ লিখেছেন : আর বউ যদি বিছানায় থেকেই বলে এই আমাকে বেডটি দাও...তখন কি করবেন....।
০৩ মে ২০১৪ বিকাল ০৫:৪১
165139
মোহাম্মাদ নেছার উদ্দিন লিখেছেন : Oi adesh sunte raji achi. Shoto hole o bouer abdar.
203829
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫১
ফেরারী মন লিখেছেন : বউ না থাকার যন্ত্রনা হাড়ে হাড়ে টের পাচ্ছি। At Wits' End At Wits' End
০৩ মে ২০১৪ বিকাল ০৫:৪১
165140
মোহাম্মাদ নেছার উদ্দিন লিখেছেন : Hore vai.
203866
০৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩৫
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : Big Grin Big Grin Big Grin লও ঠ্যালা সামলাও এবার।
২৩ মে ২০১৪ বিকাল ০৪:৩৭
172265
মোহাম্মাদ নেছার উদ্দিন লিখেছেন : ভাই বহুত কষ্টে দিন কাটাইতেছি।
204094
০৭ এপ্রিল ২০১৪ রাত ১০:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিয়ের পর যা হবে তা হইল। ধাক্কা দিয়া আরামের ঘুম ভাঙ্গাইয়া বলবে যাও নাস্তা নিয়ে আস। মুখহাত না ধুয়েই বের হয়ে গেলেন। তারপর নাস্তা আনার সাথে শুনবেন এতটাকায় এতকম ভাজি। তোমাকে বোকা পেয়ে সবাই ঠকায়। তারপর বাথরুমে ঢুকলেন। বের হওয়ার পর দেখবেন ভাজি শেষ। শুনবেন তুমি একটু বস আমি গোসলটা সেরে চা করেদিচ্ছি। পরোটা দিয়ে খেয়ে নিও।
এই হইল ফ্যাক্ট আর ফিকশন এর পার্থক্য।
২৩ মে ২০১৪ বিকাল ০৪:৩৭
172266
মোহাম্মাদ নেছার উদ্দিন লিখেছেন : ভাই কি এই পরিণতির শিকার?
২৩ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
172306
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমি কেন??? যেকোন বিবাহিত ব্যাক্তিরে জিজ্ঞেস করেন একই উত্তর পাইবেন। আর যদি বলে যে তারবউ তারে সকালে নাস্তা বানাইদেয় তাহলে নিঃসন্দেহে বুঝবেন যে এই কথা বলতে তার বউ তাকে শিখিয়ে দিয়েছে।
216949
০৩ মে ২০১৪ বিকাল ০৫:৪৩
মোহাম্মাদ নেছার উদ্দিন লিখেছেন : Vai ki ei porinotir shikar?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File