প্রহর গুনছি তোর 'ভালোবাসি' শোনার
লিখেছেন লিখেছেন মোহাম্মাদ নেছার উদ্দিন ৩০ মার্চ, ২০১৪, ০৩:৪৫:১২ দুপুর
-কেমন আছিস?
-ভালো। তুই কেমন আছিস?
-ভালো। কি করিছ?
-বসে আছি।
-আর কিছুই না?
-তোকে ভালোবাসি?
-ফান করছিস নাকি?
-না
-কতদিন ধরে ভালোবাসিছ?
-অনেকদিন ধরে
-কোনদিন বলিছনি কেন?
-ভয়ে
-এখন ভয় লাগেনি?
-না
-কেন?
-জানি না।
-কতদিন ভালোবাসবি?
-যতদিন এই দেহে প্রান আছে।
-সত্যি বলছিস তো?
-৩ সত্যি।
-ভালোবাসিছ?
-আমায় বিয়ে করতে পারবি?
-পারবো
-তোর তো বিয়ে করতে আরো ১০ বছর লাগবে।
-তবুও তোকেই বিয়ে করবো।
-আমাকে তো কয়দিন পর বিয়ে দিয়ে দিবে।
-দিবে না
-কি করে জানিছ?
-আমার বিশ্বাস
-আমি তো কাল চলে যাবো।
-আমার অনেক কষ্ট হবে।
-কিছুই করার নাই
-কেন?
-তুই তো আমায় বিয়ে করিছনি
-বিয়ে তো করবো
-যখন করবি তখন থেকে তোর কাছেই থাকবো।
-ভুলে যাসনে আমায়
-যদি ভুলে যায়?
-মরে যাবো।
-বল না ভালোবাসি
-পরে বলবো।
-বলবি তো?
-হুম! বলবো।
বিষয়: সাহিত্য
১৩৫২ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জটিল...
কঠিন সাব্জেক্ট...
মন্তব্য করতে লগইন করুন