বাংলাদেশের পা মোছার যৌগ্যতা যাদের নেই, তারা বাংলাদেশ ক্রিকেটের বিরুদ্ধে

লিখেছেন লিখেছেন মোহাম্মাদ নেছার উদ্দিন ২৮ জানুয়ারি, ২০১৪, ০২:৫৯:২০ দুপুর

ভারত ২০০৭সালে বাংলাদেশের সাথে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে। গত এসিয়াকাপের সময় বাংলাদেশের সাথে হেরে এসিয়া কাপ থেকেও বাদ পড়ে। এই ভারত যদি আবার বাংলাদেশের সাথে খেলে তাহলে ভারত হোয়াইট ওয়াশ হবে বাংলাদেশের কাছে। তাই ভয়ে ভয়ে বাংলাদেশকে ক্রিকেট থেকে বের করে দিতে চাই। ইংল্যান্ডও বিশকাপে বাংলাদেশের সাথে হেরেছে। এখন নাকি নিউজল্যান্ডও বাংলাদেশের বিরোধিতা করছে,এই নিউজল্যান্ড কয়দিন আগেও বাংলাদেশের সাথে আই ওয়াশ হয়ে গেছে। এখন আবার বাংলাদেশের বিরোধিতা করছে।

বাকি দেশগুলারও বাংলাদেশের সাথে হারার রেকর্ড আছে।

বিঃদ্রঃ বাংলাদেশের বিরুদ্ধে যে কুত্তার বাচ্ছা কমেন্ট করবে সে পিতৃ পরিচয়হিn জারজ সন্তান। কোন প্রকার চুলকানি গ্রহনযৌগ্য নয়।

বিষয়: আন্তর্জাতিক

১২০২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

168949
২৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০২
প্রিন্সিপাল লিখেছেন : কারো বিরুদ্ধে কিছু বলতে বা করতে গেলে আমাদেরকে সর্ব প্রথম যে বিষয়টির দিকে খেয়াল রাখা দরকার, তা হলো: ভাষাটা যেন মাধুর্য হয়, তাতে যেন ভাষার আদর্শকে বিসর্জন না দেয়া হয়।

অনেক ধন্যবাদ।
৩০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৫
124196
মোহাম্মাদ নেছার উদ্দিন লিখেছেন : আপনি সম্ভবত আমার শেষ অংশ নিয়ে মন্তব্য করেছেন। এইটা আমি নাস্তিকের বেশে থাকা ইসলামবিদ্বেষীদের উদ্দেশ্যে লিখেছি। যাদের অন্তরে ভারতপ্রীতি ছাড়া আর কিছুই নাই। এর আগে আমার পোষ্টে ইসলামকে এবং বাংলাদেশকে কটূক্তি করে মন্তব্য করেছিলো।
169005
২৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২১
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : পিলাচ
169014
২৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৫
মোঃ ফজলে রাব্বী লিখেছেন : আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি.........
বিস্তারিত পড়ুন
Click this link
169148
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩৩
হতভাগা লিখেছেন : http://www.onbangladesh.net/blog/blogdetail/detail/3323/HOTOVAGA/37166



আমার এই পোস্টে যদি একটু ঢুঁ মারতেন ! খুব দরদ দিয়া লিখছিলাম ভাইজান ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File