৩কুলাঙ্গারের জাত বাংলাদেশের ক্রিকেটের বিরুদ্ধে
লিখেছেন লিখেছেন মোহাম্মাদ নেছার উদ্দিন ২৫ জানুয়ারি, ২০১৪, ০৯:৫৪:২২ রাত
ভারত, অস্ট্রোলিয়া, ইংল্যান্ড। এই ৩টা দেশ বুঝে গেছে আগামী কয়েকবছর যদি বাংলাদেশ নিয়মিত খেলে যায়, তাহলে এই কুলাঙ্গারদের অস্তিত্বও থাকবে না। তাই এই কুলাঙ্গারদের জাত বাংলাদেশের বিরুদ্ধে লেগেছে। অস্ট্রোলিয়া একটা বর্ণবাদি দেশ, সেটা আমরা সবাই জানি। এরা আবার লম্বা কথাও বলে। এরপর আসুন ইংল্যান্ড, বিশ্বেস সবচাইতে বড় চোরের নাম। পৃথীবির যত নিদর্শন চুরি হয়েছে, সব এই কুলাঙ্গারদের কাছে আছে। এরা এইসব জিনিস চুরি করে নিয়ে গেছে। এবার আসুন ভারত, যাদেরকে পৃথিবীর টয়লেট বলা হয়, একটা ধর্ষনের দেশ এই ভারত, এইখানে শাস্তি হিসাবেও ধর্ষন করা হয়। পুলিশ ধর্ষন হয়, আবার পুলিশ কতৃকও ধর্ষোন হয়। এইবার বুঝুন এই ৩কুলাঙ্গারদের কত সম্মান। এই ৩কুলাঙ্গাররা আবার বাংলাদেশের ক্রিকেটের বিরুদ্ধে অবস্থান নিছে। কতবড় কুত্তার জাত।
বিষয়: আন্তর্জাতিক
১৪০৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যে ২০-৩ ভোটে এই প্রস্তাবের বিপক্ষে না যাবার সিদ্ধান্ত বিসিবি নিয়েছিল , সেই ২০ জনের মধ্যে এই ৩ জন ছিলেন ।
কাকে কি বলবেন ?
মন্তব্য করতে লগইন করুন