পার্বত্য চট্টগ্রামে সেটেলার কারা
লিখেছেন লিখেছেন মোহাম্মাদ নেছার উদ্দিন ১৫ জানুয়ারি, ২০১৪, ০৫:৪৩:৫৫ বিকাল
বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সেটেলার শব্দটি খুবই সাধারন একটি শব্দ। সেটেলার বলতে বুঝায় শরণার্থী। অনেক আঞ্চলিক ভাষায় সেটেলারকে বাদাইম্যা বলে। পরিভাষায়, কোন দেশ থেকে বিতাড়িত বা নির্যাতিত হয়ে অন্য কোন দেশে আশ্রয় গ্রহন করলে সে আশ্রিত দেশের সেটেলার বলা হয়। তবে প্রবাসীরা সেটেলারের মধ্যে পড়ে না। এবং যারা নিজ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে বসবাস করে তারাও সেটেলারের মধ্যে পড়ে না। পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন উপজাতিরা বাঙ্গালীদের সেটেলার বলে। যদিও বাঙ্গালীরা বাংলাদেশের অন্যান্য প্রান্ত থেকে এসে বসবাস করে। এবং অনেক বাঙ্গালী আদিকাল থেকে পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। তারা জন্ম থেকে জন্মান্তরে স্থায়ীভাবে পার্বত্য চট্টগ্রামে বসবাস করে আসছে। আর যারা অন্যান্য এলাকা থেকে পার্বত্য চট্টগ্রামে এসে বসবাস করে। তারাও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বসবাস করে। অন্য কোন দেশ থেকে নয়। বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের যে কোন প্রান্তে বসবাস করার অধিকার তাদের আছে। যে সকল উপজাতিরা বাঙ্গালীদের সেটেলার বলে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চাকমারা। যদিও অধিকাংশ চাকমারা বাঙ্গালীদের সাথে ভাই বন্ধু সম্পর্কের মাধ্যমে আবদ্ধ আছে। কিন্তু, কিছু উগ্রবাদী চাকমারা এইসব কথা বলে, বাঙ্গালীদের হুমকি ধমকি দিয়ে পার্বত্য অঞ্চলে প্রতিনিয়ত অশান্তি সৃষ্টির চেষ্টা করে। তাদের উদ্দেশ্যও খুব সাধারন। তারা বাঙ্গালীদের সেটেলার বলে। নিজেদের আদিবাসী দাবি করে। পার্বত্য চট্টগ্রামকে জুম্মাল্যান্ড নামক আলাদা একটি দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা। চাকমাদের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় চাকমারা প্রকৃতপক্ষে চীনের ইউনান প্রদেশের আদি অধিবাসী। চীন থেকে চাকমাদের বিতাড়িত করা হয়। পরে তারা থাইল্যান্ডে বসবাস করা শুরু করে। কিন্তু, থাইল্যান্ড থেকেও তাদের বিতাড়িত করা হয়। এরপর তারা অন্যান্য দেশে আশ্রয় নেয়। ১৮শতাব্দীতে চাকমারা মায়ানমার থেকে এসে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে আশ্রয় নেয়। এবং সেখানে দীর্ঘদিন যাবত বসবাস করছে। উল্লেখ্য যে, পার্বত্য চট্টগ্রামে আরো আগে থেকেই বাঙ্গালীরা বসবাস করে আসছে। এইছাড়াও ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত অন্যান্য উপজাতিরাও বিভিন্ন দেশ থেকে বিতাড়িত হয়ে বা নির্যাতিত হয়ে পার্বত্য চট্টগ্রামে এসে বসবাস করে। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙ্গালীরা কোন ভাবেই পার্বত্য চট্টগ্রামের সেটেলার নয়। বরং, উপজাতিরাই পার্বত্য চট্টগ্রামের সেটেলার।
বিষয়: বিবিধ
৩৬৩৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন