এটাই কি বাক-স্বাধীনতা ?

লিখেছেন লিখেছেন মনির হোসেন ২৭ মার্চ, ২০১৪, ০৪:৩৪:৪৯ বিকাল

মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করাতে ইসলাম বিদ্বেষীদের পাশাপাশি নামধারী মুসলিমরাও কোন যুগেই পিছিয়ে ছিল না। এই নামধারী মুসলিম [আধুনিক মুসলিম] ব্যক্তিরা আজকে দেশের বর্তমান পরিস্থিতিতেও ইসলাম বিদ্বেষীদের পক্ষ হয়েই কাজ করছে।

এরা বিভিন্ন টিভি চ্যানেলের টক-শো তে এসে ইসলাম সম্বন্ধে একের পর এক ভুল তথ্য দিয়েই চলছে। এরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিচ্ছে। অথচ এরা কাজ করছে ইসলাম বিদ্বেষীদের পক্ষ হয়ে। নারী-পূরুষের অবাধ বিচরণ বন্ধের দাবিকে বলছে মধ্যযুগীয় বর্বরতা। এরা মুসলিমদেরকে শেষ করার জন্য একের পর এক অপচেষ্টা করেই চলছে।

মহান আল্লাহ পবিত্র ক্বুর‘আনে বলেন,

“তারা ষড়যন্ত্র করেছিল ও আল্লাহ্‌ও সূক্ষ্ম কৌশল করলেন এবং আল্লাহ্‌ সূক্ষ্ম শ্রেষ্ঠতম কৌশলী ।”

{আলে-ইমরান, আয়াত ৫৪}

আল্লাহ্‌র রসূল (ﷺ) প্রসঙ্গঃ

একজন প্রকৃত মুসলিমের কাছে রসূল (ﷺ) হচ্ছেন তার প্রাণের চেয়েও প্রিয়। আল্লাহ্‌র রসূল (ﷺ) -এর বিরুদ্ধে কটূক্তি কোন ঈমানদার ব্যক্তি কখনই মেনে নিতে পারে না।

মহান আল্লাহ এ প্রসঙ্গে ক্বুর‘আনে বলেন,

“নাবী, বিশ্বাসীদের নিকট তাদের প্রাণের অপেক্ষাও অধিক প্রিয়।”

{আল-আহযাব, আয়াত ৬}

রসূলুল্লাহ (ﷺ) বলেন,

“তোমাদের কেউ প্রকৃত মু‘মিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার নিকট তার পিতা, তার সন্তান ও সব মানুষের অপেক্ষা অধিক প্রিয়পাত্র হই।”

{সহীহ আল-বুখারী, হাদীস ১৫}

এখন আপনার প্রাণের চেয়েও প্রিয় ব্যক্তিকে নিয়ে যদি কটূক্তি করা হয়, প্রতিনিয়ত একের পর এক ব্লগে, ফেইসবুকে বাজের মন্তব্য করা হয় তাহলে কি আপনি তাকে ভালবাসবেন... আপনি কি বলবেন এটা বাক-স্বাধীনতা !! আজকে যদি আপনার পরিবারের কাউকে নিয়ে এ ধরনের বাজে মন্তব্য করা হত তাহলেও কি আপনি বলতেন এটা বাক-স্বাধীনতা ??

আজকে যেসব ইসলাম বিদ্বেষী ব্লগাররা বাক স্বাধীনতার নামে ধর্মকে অবমাননা করে, আল্লাহ্‌র রসূল (ﷺ) –কে নিয়ে কটূক্তি করে তাদের জন্য আপনার কিসের এত মায়া ...!!! আজকে মাত্র কয়েকজন ইসলাম বিদ্বেষী নাস্তিক ব্লগারদের গ্রেপ্তার করায় কথিত নামধারী আধুনিক মুসলিমদের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। এরা আবার নিজেদেরকে মুসলিম বলেও দাবি করে...

সবেশেষে বলতে চাই আমরা মুসলিমরা আল্লাহ্‌ ও রসূল (ﷺ)-কে নিয়ে কটূক্তিকারীদের শাস্তি চাই। যত বাঁধাই আসুক না কেন আমরা পিছনে ফিরে যাব না।

মহান আল্লাহ্‌ পবিত্র ক্বুর‘আনে বলেন,

“তোমরা হীনবল ও দুঃখিত হয়ো না, বস্তুঃত তোমরাই জয়ী থাকবে যদি তোমরা মু’মিন হও।”

{আলে-ইমরান, আয়াত ১৩৯}

বিষয়: বিবিধ

১১৫৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198782
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৫:২৮
198830
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
শেখের পোলা লিখেছেন : ইনশা আল্লাহ!
198876
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
মেঘ ভাঙা রোদ লিখেছেন : আমরা মুসলিমরা আল্লাহ্‌ ও রসূল (ﷺ)-কে নিয়ে কটূক্তিকারীদের শাস্তি চাই। যত বাঁধাই আসুক না কেন আমরা পিছনে ফিরে যাব না।

এই হোক মোদের প্রতিজ্ঞা।
198939
২৭ মার্চ ২০১৪ রাত ০৮:৫১
ফেরারী মন লিখেছেন : ভালো লাগলো কুরআন হাদিস দিয়ে ব্যাখ্যা করার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File