জিহাদী বই

লিখেছেন লিখেছেন মনির হোসেন ৩০ নভেম্বর, ২০১৩, ১০:১২:৪৫ রাত

একজন মুসলিম যখন তার Religion কে Practice করে, স্বাভাবিকভাবেই তার মধ্যে বাহ্যিক একটা ধর্মীয় appearance ফুটে উঠে। একজন মুসলিম সামাজিক প্রতারণা ও ভাঙ্গণ থেকে বাঁচার জন্য, সৎ পথে চলা ও গঠনমুলক সমাজ বিনির্মাণে অবিচল এবং সঠিক নিয়মে অগ্রসর হওয়ার জন্য আল-কুরআন, হাদীস ও ইসলাম সম্পর্কীত মনিষীদের বিশ্লেষণমূলক বই তাদের Bookself -এ রাখতেই পারে। সাম্প্রতিক আমরা (মুসলিমরা) লক্ষ্য করছি সাম্রাজ্যবাদী, পুঁজিবাদী ও ইহুদী-খ্রিষ্টান সম্প্রদায়ের মত আমাদের দেশেও ধর্ম্ নিরপেক্ষতায় বিশ্বাসী রাজনীতিবীদ ও বুদ্ধিজীবী (স্বঘোষিত) সম্প্রদায় Religion Based যেকোন বইকেই জিহাদী বই আর Practical মুসলিমদের যাবতীয় কাজকর্ম্ -কেই জিহাদী Activities বলে চালিয়ে দিচ্ছে।জিহাদ শব্দটি কুরআন ও হাদীসে বহুল ব্যবহৃত একটি শব্দ। According to the explanation of Al-Quran and Hadith, every Muslim must believe in Jihad. জিহাদে অবিশ্বাসী কোন মানুষ মুসলিম হতে পারে না।So, মুসলিমদের বাড়িতে জিহাদী বই থাকতেই পারে। এখন প্রশ্ন হলো Secularist Politicians ও বুদ্ধিজীবী (স্বঘোষিত) সম্প্রদায়ের কাছে, জিহাদ বলতে উনারা কি বুঝেন? কোন জিহাদ ইসলাম(কুরআন ও হাদীস) অনুসারে বৈধ এবং কোন জিহাদ অবৈধ তা জনসম্মুখে প্রকাশ করা। আমরা Practical মুসলিমরা জোর দাবী জানাচ্ছি কুরআন ও হাদীস অননোমোদনহীন জিহাদী বইয়ের তালিকা প্রকাশ করতে।তাহলে দেশ ও জাতি উপকৃত হবে। যদি উনারা তা না করেন, তাহলে তাদের মুসলিমরা সাম্রাজ্যবাদীদের গুপ্তচর হিসেবে আখ্যায়িত করার প্রয়াস পাবে।

বিষয়: বিবিধ

১৭৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File