সমস্যার কারণ র্নিধারনে বিভ্রান্তি অনেক সময় সমস্যাকে উস্কে দিতে পারে।
লিখেছেন লিখেছেন মনির হোসেন ৩০ নভেম্বর, ২০১৩, ০২:২০:৫২ দুপুর
সাম্প্রতিক আমাদের দেশে আইনশৃঙ্খলা ক্রমান্বয়ে অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে বলেই প্রতিয়মান হচ্ছে।সমস্যা অনুসন্ধানে অক্ষমতা এবং সঠিক কর্মসূচির অপারগতাই এর মূল কারন। স্বঘোশিত সুশিল সমাজ, পক্ষপাতদুষ্ট বুদ্ধিজিবী, সুবিধাভোগী সাংবাদিক অন্ধবিশ্বাসে অভ্যস্থ সাধারণ জনগনই এর জন্য দায়ী নয়কি? দেশের এই অচলাবস্থা একদিনে তৈরি হয়নি।কোন সম্প্রদায়(জনগোষ্ঠী) যখন অবিরত অত্যাচারের সম্মুখিন হয় এবং আইনগতভাবে কোন কিছুই করতে না পারে অথবা নিরযাতিত হওয়ার পরেও বিচার ব্যবস্থা যখন নিরযাতিতের বিরুদ্ধে চলে যায় তখন তারা তাদের অস্তিত্ব রক্ষার্থে সংগ্রামী হয়ে উঠবে এটাই স্বাভাবিক।আমরা যদি বিগত আওয়ামিলীগ সরকারের(২০০৯-২০১৩) পাঁচ বছরের দিকে তাকাই এ বিষটি স্পষ্ট হয়ে উঠবে। জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছ্ত্রশিবিরকে বিগত পাঁচ বছর সাংবিধানিক কোন নিরাপত্তা কি দেয়া হয়েছে? যখন তারা কোন মিছিল বা সমাবেশ করতে চেয়েছে পুলিশ অবিরামভাবে টিয়ারশেল, জল কামান এমনকি তাজা গুলি পরযন্ত ছুড়েছে।শিবির মিছিল করলে সমস্যা কোথায়? ছাত্রলীগকে দা, কুড়াল, চাপাতি নিয়ে মিছিল করলেও তাদেরতো কোন বাধা দেয়া হয়না। ছাত্রলীগ পুলিশ প্রহরায় দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের সম্মুখে প্রতিপক্ষকে হামলা করছে আর পুলিশ তাদের Protection দিচ্ছে।বিশ্বজিৎসহ অসংখ্য মানুষকে তারা নিষ্ঠুরভাবে হত্যা করেছে। অন্যদিকে ঘুমন্ত শিবিরের নেতৃবৃন্দকে পুলিশ ধরে নিয়ে গুলি করে হত্যা করছে। রাতের গহীন অন্ধকারে ঘরে ঘরে শিবির তল্লাশির নামে অলংকারাদি, মোবাইল, আলমারি ভেংগে নগদ টাকা লুট করছে। যার একাধিক ভিডিও ফুটেজও রয়েছে। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে তারা ক্লাশ করতে পারছে না। শিক্ষার আলো থেকে বঞ্চিত করে সমাজের একদল জনগোষ্ঠিকে সরকার নিরক্ষর করার ষড়যন্ত্র করছে। জামায়াতের সদস্যদের নিরাপদ ও স্বাধীনভাবে ব্যবসা-বাণিজ্য করতে দেওয়া হচ্ছেনা।তারা ঘড়োয়াভাবে মিটিং করলেও পুলিশ তাদের গ্রেফতার করে নাশকতার পরিকল্পনা করছে বলে চালিয়ে দিচ্ছে। এভাবে দিনের পর দিন অত্যাচার, জুলুম আর নিরাপত্তাহীনতায় তারা দিন কাটাচ্ছে। আমাদের মতো তারাওতো মানুষ।কত অত্যাচার সহ্য করা যায়? আওয়ামিলীগের অত্যাচার, পুলিশ দ্বারা নিপীড়ন, বিচার ব্যবস্থায় বিচার না পাওয়া এবং অনবরত মিডিয়ায় মিথ্যাচারে তাদের সকল পথ রুদ্ধ করে দেয়া হয়েছে। তার পরেও আমরা তাদেরই দোষারোপ করছি। আমাদের অবস্থানটা কোথায়? আমরা কি সমস্যা দূর করায় সচেষ্ট নাকি সমস্যাকে উস্কে দিচ্ছি? আমরা কি তা ভেবেছি? শান্তি প্রিয় দেশবাসীর প্রতি আমার প্রশ্ন হলোঃ তাদের কি করা উচিত? আপনারা কি তাদের জন্য এমন কোন পরামর্শ্ দিতে পারেন যা মানলে তাদের অধিকার নিশ্চিত হতে পারে?
বিষয়: বিবিধ
১৫৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন