রেল লাইনের নিরাপত্তা নিশ্চিত করুন, না হয় বন্ধ করুন আপনাদের ভন্ডামি।

লিখেছেন লিখেছেন এনামুল মামুন ০৪ ডিসেম্বর, ২০১৩, ১১:৪৬:২২ রাত

এখন আমার টিলিভিশন দেখতে ইচ্ছা করেনা।সরি ইচ্ছে করে, সাহস করেনা টিলিভিশন অন করার। প্রতিদিন রেল লাইনে নিহতের খবর আসতেছে। জেনে রাখুন এই দেশ কারো বাপের না, কারো স্বামিরও না। ষোল কোটি বাঙ্গালির বাংলাদেশ।

এই দেশকে তোরা যেমন খুশি তেমন সাজাবি তা আমজনতা মেনে নিতে পারেনা।

আমরা বায়ান্নর ভাষা আন্দোলনের কথা শুনেছি, একাত্তরের কথাও শুনেছি। শিখেছি অতিত থেকে। আমজনতা যখন রাস্তায় নামলে কি হবে দেশের। আমরা এটাও জানি- কিছু আন্দোলন বাঁচতে শিখায়, কিছু আন্দোলন মরতে শিখায়, একটি আন্দোলন লিখে রাখে একটি প্রজন্মের ইতিহাস। আমাদের পুর্ববর্তি সভাই রাস্তায় নেমে আন্দোলন করেছে। তাদের রক্তে লিখে গেছে তাদের ইতিহাস। আমরাও পারি।

হরতাল!!!!!!! অবরোধ!!!!!!!!!!!! মানুষ খুন!!!!!!!!!!!!!!!!!!!!!!!

বাহ!! ভালোতো ভালোনা!!!!

বিরোধি দল অবরোধ ডেকেছে, এর পরেও ট্রেন ছাডার দরকারটা কি। কেন মানুষের লাশ নিয়ে খেলা?

বিরোধি দলের প্রতি অনুরোধ, তোদের কাপুরষতা বন্ধ কর। আমাদের বাঁচা। কি আন্দোলন করছ তোরা? হ্যা?। প্রতিদিন আমজনতাই মরে, আর উপরের তলার জানোয়ার এসির হাওয়া খায়। আর হিসাব করে লাশের।

খিক! খিক। এটাই আন্দোলন?

সরকার কিছুক্ষন পর সংবাদ সম্মেলন করে একটা মন্তব্য করে বসে থাকবে। আর না হয় বিরোধি দলের প্রতি বস্তাপঁচা গালাগালি শুরু করবে। কিন্তু জনগনের কি হইলো?

মাননিয় প্রধান মন্ত্রি। আমাদের নিরপত্তাদেন, না হয় খমতা ছেডে কোথায় যাবেন চলে যান। অন্তত ষোলকোটি মানুষকে বাঁচান।

গনতন্ত্রের সজ্ঞা কি ভুলে গেছেন।

তার পরেও স্বরন করে দিই-Democarcy is people, by the people. for the poeople।

দেখেল এখানেও জনগনের কথা বলা হয়েছে। সুতারাং কারো গায়ের জোরে খমতা দখল করলে তা রানা প্লাজার মতো ধসে পডবেই।

বিষয়: বিবিধ

১৬৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File