আমার স্বপ্ন

লিখেছেন লিখেছেন এনামুল মামুন ৩০ নভেম্বর, ২০১৩, ১১:১০:২৬ রাত

আমি স্বপ্নবিলাস, স্বপ্ন দেখতাম শিক্ষক বা প্রকৌশলি হবো। যখন আমি ছোট চিলাম, তখন স্বপ্ন দেখতাম মুচি হবো, কারন জুতার রংএর গন্ধ আমার ভালো লাগতো!!! কিন্তু এখন তা দেখিনা!!

আমি স্বপ্ন দেখি সোনার বাংলা নিয়ে, কারন সোনার বাংলা আমাকে বাঁচতে শিখিয়েছে, মরতে শিখিয়েছে, মরেও ফের বাঁচতে শিখেয়েছে। তাই আমি এখানে ডুব দিয়েছি। এই দেশটাতো আমাদেরই, এটাকে নিয়েতো আমরাই স্বপ্ন দেখবো।

চলুন সভাই সোনার বাংলাকে সাজাতে শুরু করি। যেখানে থাকবেনা। জ্বালাও পোডাও, থাকবেনা প্রতিহিংশার রাজনিতি। যেখানে কোন বিজাতিয় শুদ্ধ চর্চা চলবেনা। বিজাতিয় শুদ্ধ চর্চার মোহে পডে যেন আমাদের সংস্কৃতি মৃত্যু না হয়। আমাদের চিল উজ্জল অতিত, আছে আমাদের অন্ধকার বর্তমান। ভবিষ্যতে আমরাই এই দেশে আলোর মশার জ্বালাবো। না হয় আমাদের পরবর্তি প্রজন্মর কাছে কি জবাব দিব?

চলুন বিজাতিয় বা প্রাশ্চত্যর শুদ্ধচর্চাকে গেন্নাভরে প্রত্যাক্ষান করি। আমাদের সংস্কৃতিকে আলোকিত করি।

বিষয়: রাজনীতি

১২৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File