এবারের সংগ্রাম রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রাম!

লিখেছেন লিখেছেন আল হোছাইন ২৬ মার্চ, ২০১৪, ০৬:৪৩:৩২ সকাল

২৬শে মার্চ, বাংলদেশের মহান স্বাধীনতা দিবস। বাংলাদশের মুক্তিকামি জনতার স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য আপন জীবন বাজি রেখে অত্যাচারীর বিরূদ্ধে ফুঁসে উঠার দিন।

১৭৫৭ সালে অস্ত যাওয়া স্বাধীনতার সুর্য পূনরূদ্ধারের শপথে এদিন গর্জে উঠেছিল বাংলাদেশের খেটে খাওয়া মানুষ। মজলুম জনতার কাঙ্কিত সেই স্বাধীনতা এখনো সুদূর পরাহত। স্বাধীনতার ৪২ বছরেও জাতিকে বিভক্ত করে রাখা হয়েছে। আমাদের সামনে এক দল স্বাধীনতার সোল এজেন্টের দাবি নিয়ে হাজির, অন্যদল স্বাধীনতার ঘোষকের দাবি নিয়ে। এখন আবার ‘নতুন প্রজন্ম’ নামধারী দেশ-বিরোধী শক্তি ‘২য় প্রজন্মের মুক্তিযুদ্ধ’র নামে দেশ ও ইসলামকে ধ্বংস করার জন্য ‘এবারের সংগ্রাম রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রাম’ ও ‘ফাঁসি চাই, এর মত সস্তা স্লোগান নিয়ে জাতির সামনে উপস্তিত।

জাতির এই ক্রান্তি লগ্নে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আসুন আমরা এই মহান দিনে সোনার বাংলাদেশের স্বাধীনতাকে অর্থবহ ও মানবতার ধর্ম ইসলামকে রক্ষার শপথ নিই।

বিষয়: বিবিধ

১৪৬৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198099
২৬ মার্চ ২০১৪ সকাল ০৭:৫৯
হতভাগা লিখেছেন : এবারের সংগ্রাম লাখো কন্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে বিশ্ব রেকর্ড গড়ে বিশ্বকে জানান দেবার সংগ্রাম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File