ধন্যবাদ ও মোবারকবাদ
লিখেছেন লিখেছেন আল হোছাইন ২০ জানুয়ারি, ২০১৪, ১২:৩২:৩০ রাত
‘জন্ম’ ‘মৃত্য’ দুটি বিপরীত শব্দ। তবে শব্দ দুটি খুবই বন্ধু ভাবাপন্ন। একটি ছাড়া আরেকটি অকল্পনীয়। মৃত্যুর জন্য যেমনি জন্ম অবশ্যম্ভাবি তেমনি জন্মের জন্যও মৃত্য অনিবার্য। অর্থাৎ জন্ম হওয়া মানেই মৃত্যুর প্রথম ধাপ। আবার মৃত্য মানেই জন্মের শেষ ধাপ। তবে জীবনের নয়। কারণ মৃত্যুই অশেষ জীবনের প্রথম ধাপ। সুতরাং জন্ম মানেই জীবন আবার মৃত্য মানেও জীবন। সুতরাং জন্ম-মৃত্য সমার্থক! [শুরু-শেষ সম্পূর্ণ বিপরীত]
জন্মদিন মানে আনন্দের দিন হলেও আমার উপরোক্ত বিশ্লেষনে এটি আর আনন্দের থাকেনা। হয়ে যায় সংকল্পের। ভবিষ্যৎ উন্নয়নে দৃঢ় শপথের। অশেষ জীবনে শান্তি ও কল্যাণের প্রস্তুতির প্লান-পরিকল্পনার।
আসলেই শপথ নিতে হবে-
যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি হেসেছিল সবে।
এমন জীবন তুমি করিবে গঠন, মরনে হাসিবে তুমি কাঁদিবে ভুবন।।
জন্মদিনে যে বা যারাই যেকোনো পন্থায় আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, সবাইকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। তাদের জীবনও যেন সত্যিই সুন্দর, সফল ও স্বার্থক হয় সেই কামনা করছি। আল্লাহ আমাদের সবার সৎ উদ্দেশ্যাবলী পূরণ করুক।।
বিষয়: বিবিধ
১৬৬৫ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসলে জন্মদিন মানে হল নতুন করে জীবন হতে একটি বছর কমে যাওয়া। মৃত্যুর দিকে আর ও একধাপ এগিয়ে যাওয়া।
মন্তব্য করতে লগইন করুন