দেবদূত
লিখেছেন লিখেছেন আল হোছাইন ১৬ জানুয়ারি, ২০১৪, ১১:০৫:৩৭ রাত
(মাতৃগর্ভে ৯ মাসের এক শিশু)
আল্লাহঃ হে শিশু! তুমি অল্প কিছু দিনের মধ্যেই পৃথিবীতে জন্ম নিতে যাচ্ছ!
শিশুঃ (কাঁদতে-কাঁদতে) আমি পৃথিবীতে কিভাবে মানুষের সাথে কথা বলব?
আল্লাহঃ আমি ইতিমধ্যেই তোমার জন্যে পৃথিবীতে এক দেবদূত পাঠিয়ে দিয়েছি। সে তোমাকে কথা বলা শিখিয়ে দেবে!
শিশুঃ আমি কিভাবে প্রার্থনা করব?
আল্লাহঃ দেবদূত তোমাকে শিখিয়ে দেবে।
শিশুঃ আমি কিভাবে ভালো কথা-বার্তা শিখব?
আল্লাহঃ দেবদূত তোমাকে শিখিয়ে দেবে!
শিশুঃ আমি যদি কষ্ট পায়?
আল্লাহঃ দেবদূত তোমাকে সঙ্গ দেবে ও তোমার কষ্ট লাঘবের চেষ্টা করবে।
শিশুঃ আমি কিভাবে সেই দেবদূতকে পাব?
আল্লাহঃ এটাতো অনেক সহজ একটি কাজ। মানুষ সেই দেবদূতকে #মা ডাকে!
(A NINE month’s baby in mother’s womb)
ALLAH: Baby! You are going to born on earth within few days!
Baby: Cried & asked how I will talk with people?
Allah: I had already sent an angel to the earth, she will teach you!
Child: how I will pray 2 U
God: The angel will teach u
Baby: How I will learn good words,
Allah: The angel teach you!
Child: If I suffer from sorrow?
Allah: The angel will be with you and try to remove the sorrow.
Child: How do I find that angel?
God: It’s very simple!
Usually people call that Angel as "MOTHER"
বিষয়: বিবিধ
১৭৬৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন