বাংলা কাব্যে মুহাম্মদ (সাঃ)
লিখেছেন লিখেছেন আল হোছাইন ১৪ জানুয়ারি, ২০১৪, ০২:৩৭:৫২ দুপুর
পৃথিবীর সব সাহিত্যেই নবী মুহাম্মদুর রাসুলুল্লাহর (সাঃ) প্রশংসা কীর্তন একটি সমৃদ্ধ শাখা। আরবী, উর্দু, ফারসী, ইংরেজির পাশাপাশি বাংলায়ও ‘নাত’ অনেক সমৃদ্ধ একটি শাখা। ‘মুহাম্মদ’ (সাঃ) শব্দটি বাংলা সাহিত্যে প্রথম ব্যবহৃত হয় ত্রয়োদশ শতাব্দির শেষ বা চতুর্দশ শতাব্দির শুরুর দিকে। অদ্যাবদি রাসুলের প্রশংসা কীর্তন চলে আসছে নিয়মিত। কয়েকজন কবির কিছু পংক্তিমালা উদৃত করার চেষ্টা করব-
১) ফররুখ আহমদ
(ক)তুমি না আসিলে মধুভান্ডার ধরায় কখনো হত না লুট,
তুমি না আসিলে নার্গিস কভু খুলত না তা পত্রপুট
বিচিত্র আশা-মুখর মাশুক খুলত না তার রুদ্ধ দিল
দিনের প্রহরী দিত না সরায়ে আবছা আঁধার কালো নিখিল।
২) গোলাম মোস্তফা
“তুমি যে নূরের রবি,
নিখিলের ধ্যানের ছবি;
তুমি না এলে দুনিয়ায়,
আঁধারে ডুবিত সবি”।
৩) কাজী নজরুল ইসলাম
(ক) ‘‘তোরা দেখে যা আমিনা মায়ের কোলে
মধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলে’’
(খ) ‘‘আজকে যত পাপী ও তাপী
সব গুনাহের পেল মাফি।’’
(গ) ‘‘ত্রিভূবনের প্রিয় মুহাম্মদ এলরে দুনিয়ায়
আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।’’
৪) কায়কোবাদ
‘‘পান করে নে ওরে পথিক রাসূলের সেই প্রেমের সূরা,
তুলনা যার নাইকো ভবে স্বর্গের সে শরাবান তহুরা’’
৫) কবি হেয়াত মামুদ
নবীর চরণে বন্দো করিয়া ভকতি,
যাহার চরন বিনে অন্য নাহি গতি;
মুক্তিপদ হত যার কালেমা পড়লে,
অনন্ত কালে উদ্বারিত উম্মত আপনে।
৬) দৌলত উজির বাহরাম খান
‘‘প্রনামহুঁ তান সখা মুহাম্মদ নাম
এ তিন ভূবনে নাহি যাহার উপাম।
আদি অন্তে মুহাম্মদ পুরুষ অতুল
স্থল শুন্য না আছিল, আছিল রুসুল।
৭) মহাকবি সৈয়দ আলাওল
‘‘পূর্বেতে আছিল প্রভু নৈরূপ আকার
ইচ্ছিলেক নিজ সখা করিতে প্রচার’’
নিজ সখা মুহাম্মদ প্রথমে সৃজিলা
সেই জ্যোতির মূলে ভুবন নির্মিলা’’
৮) শাহ মুহাম্মদ সগীর
‘জীবাত্বার পরমাত্বা মুহাম্মদ নাম।
প্রথম প্রকাশ তথা হৈল অনুপাম।
যত ইতি জীব আদি কৈল ত্রিভুবন,
মুহাম্মদ ইন্তে কৈলা তা সব রতন”
৯) কবি জৈনুদ্দীন
‘‘রাসূল বিজয় বাণী অমৃতের ধার,
গুণিগণ মনে আনন্দ অপার,
শান্ত দান্ত গুনবস্ত ধৈর্যবন্দ হৃদি,
শাহ মুহাম্মদ হল সর্বগুন নিধি।’’
১০) রামাই পন্ডিতঃ-
ব্রহ্মা হৈলা মঁহামাদ
বিষ্ণু হৈলা শুলপানি।
গনেষ হৈলা গাজী
কার্তিক হৈলা কাজী।
ফকির হৈলা যতমুনি।
এছাড়াও মীর মোশাররফ হোসেন, মোজাম্মেল হক, খন্দকার শামসউদ্দিন সিদ্দিক, মুন্সী মেহেরুল্লাহ, মাওলানা মনিরুজ্জামান, বন্দে আলী মিয়া, পল্লী কবি সৈয়দ আলী আহসান, দেওয়ান আজরফ, আফজাল চৌধুরী, কবি আল মাহমুদ, কবি আব্দুস সাত্তার, আব্দুল মান্নান সৈয়দ, রুহুল আমীন খান, মতিউর রহমান মল্লিক, কবি রাগীব হোসেন চৌধুরী, আব্দুল মুকিত চৌধুরী, কবি আসাদ বিন হাফিজ, আছাদ চৌধুরী সহ আরো অনেকেই কবিতার মাধ্যমে মুহাম্মদ (সাঃ) এর আদর্শের বর্ণনা তুলে ধরেছেন ও ধরছেন স্বার্থকভাবে।
আল্লাহ আমাদের প্রত্যেককে মহানবী (সাঃ) এর অনুসরণ-অনুকরণ করার তৌফিক দান করুন।
বিষয়: বিবিধ
১৫৮১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন