জন্ম মৃত্যুর ফয়সালা আসমানে হয়, জমীনে নয়।

লিখেছেন লিখেছেন আল হোছাইন ১০ ডিসেম্বর, ২০১৩, ১১:১১:২৯ রাত

যখন তাদের মৃত্যুর সময় এসে যাবে, এক সেকেন্ড দেরীও করা হবেনা এক সেকেন্ড আগেও হবেনা' (আল-কোরআন)

কোরআনের এই মহা সত্যটি আবার প্রমাণীত হল। প্রমাণীত হল- জীবন-ম্ররুত্যুর মালিক আল্লাহ তায়ালা। মৃত্যুর ফয়সালা আসমানে হয়, জমীনে নয়।

সরকার, অনুগত প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভারতের RAW, ইসরাইলের মোসাদ ও শয়তানের সব সাঙ্গ-পাংগ মিলেও তাদের নির্ধারিত টাইমে মৃত্যতদন্ড কার্যকর করতে পারেনি।

ইনশাল্লাহ! আল্লাহ তায়ালা শয়তানদের সমস্থ চক্রান্ত ধূলিষ্যাৎ করে আল্লাহর দ্বীনকে আল্লাহর এই জমিনে বজয়ী করবেন।

আল্লাহ তায়ালা বলেন- আর তারা চক্রান্ত করে আল্লাহ তায়ালাও কৌশল অবলম্বন করেন। নিশ্চয় আল্লাহ তায়ালা উত্তম কৌশল অবলম্বন কারী।

বিষয়: বিবিধ

১৫৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File