মজনুন এরশাদ মছজুন হয়ে মরহূম হতে যাচ্ছেন!

লিখেছেন লিখেছেন আল হোছাইন ০৫ ডিসেম্বর, ২০১৩, ১২:২৩:৩৯ দুপুর

একটা কোশ্চেন করি!

কোন অপরাধ করলে কোনো শাস্তি নাই, কিন্তু চেষ্টা করে করতে না পারলে শাস্তি আছে?

উত্তরটা অনেকেই হয়ত পারেনঃ আত্তহত্যা!

তার মানে আত্বহত্যা করলে কোন শাস্তি নেই, কিন্তু করতে না পারলে দন্ডবিধির ৩০৯ ধারা মতে ১ বছর বিনাশ্রম কারাদন্ড/ জরিমানা/ উভয় দন্ডে দন্ডিত হবে।

গতকাল এরশাদ বললেন- 'গ্রেফতারের চেষ্টা ক্রা হলে আত্বহত্যা করা হবে'

তাহলে কী বুঝলেন- কাকু আত্বহত্যা করতে পারলেতো মরহুম এরশাদ, আর না পারলে মছজুন (জেল খানায় আবদ্ধ) এরশাদ। আর লোকে বলে তিনি নাকি 'মজনুন' এরশাদ!!

তিনি আসলে কি?

প্রথম কোশ্চেনের আনছারতো আমিই দিয়ে দিয়েছিলাম, এখন এই কোশ্চেনের আনছার দেন।

বিষয়: রাজনীতি

১০১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File