গর্জে উঠো বাংলাদেশ!

লিখেছেন লিখেছেন আল হোছাইন ০২ ডিসেম্বর, ২০১৩, ০৩:২৫:৩৬ দুপুর

অবরোধে-অবরোধে অবরোধিত আমি!

আমরা আম জনতা যাব কই?

ব্যাচেলর বাসায় ব্যাচেলর পুলিশের হামলা, রাস্তায়-গাড়িতে রহস্যজনক আগুণ, নাকের ডগায় ফূটতে পারে বিশাল শব্দে ককটেল বা হঠাৎ শুনতে হতে পারে ‘ইউ আর আন্ডার এরেস্ট’। এরছেয়ে আরো ভয়ংকর ভাবে পুলিশ বা বিজিবি ক্যাডারদের গুলি লাগতে পারে বুকে-পিটে বা মাথায়। হায়েনাদের ককটেলে বা গুলিতে ছিন্ন-ভিন্ন হয়ে যেতে পারে আপনার দেহ-পিঞ্জর।

বাজারে গেলে আরেক সমস্যা ১০টাকার শাক-সবজি ৭০টাকা, ১২০ টাকার মাছ ৪৫০ টাকা অপরপক্ষে রাস্তায় হাজার-হাজার টন শাক-সবজি পঁচে পরিবেশ দোষিত করছে। কৃষকরা পাচ্ছেনা পর্যাপ্ত দাম, ভোক্তারা পাচ্ছেনা পর্যাপ্ত পণ্য। ১৫ টাকার গাড়ি ভাড়া ১০০ টাকা অপরপক্ষে হাজার-হাজার ড্রাইবারের পরিবার খেতে না পেয়ে উপোষ।

এই সমস্যাপূর্ণ সমাজে- সমস্যার মূল কারণটিই আমরা বের করতে পারছিনা। দোষ দিচ্ছি ঐ ব্যবসায়ীদের বা ড্রাইবারদের! কেউবা আবার রাজনৈতিক প্রতিপক্ষদের।

আসলে কারা দোষি এ সমাজে- সরকারি দল না বিরোধী দল?

তারা দোষী সেকথা মেনে নিয়েই বলি আমরাও কোন অংশে কম নই- সমাজ ও ধ্বংস হবার পেছনে জন্য সমাজের পাপিষ্ট শ্রেণী যেমন দায়ী তেমনি নির্বিকার সৎশ্রেণীও কম দায়ী নই।

তাই সময় এসেছে সব অন্যায়ের প্রতিবাদ করার।

গর্জে উঠো বাংলাদেশ!

বিষয়: বিবিধ

৯৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File