উপপাদ্য-২০১৩

লিখেছেন লিখেছেন আল হোছাইন ০১ ডিসেম্বর, ২০১৩, ০৩:৩৯:০২ দুপুর

উপপাদ্য- ২০১৩ ঃএরশাদ বেইমান হলেও কৃতজ্ঞ!

আসলে রাজনীতি নিয়ে লিখতে তেমন আগ্রহী না, তবে রাজনীতি থেকে চোখ বন্দ্ব করে রাখলে নিযের, সমাজের ও দেশের প্রতি ‘জুলুম’ হবে এই বিশ্বাস থেকে লিখা-

এরশাদ স্বৈরাচার ছিল এ কথাটি আওয়ামিলীগ-বিএনপি সবাই জানে ও মানে। তবু তাকে জোটে টানতে দুদলই একপায়ে খাঁড়া এ কথাটি আমরা সাধারণ জনতা সবাই জানি ও একপ্রকার প্রমাণিত সত্য।

এরশাদের দ্বিতীয় পরিচয়- ‘নিযের কথায় ঠিক না থাকা’ অনেকের মতে ‘বেইমান’ বেশির ভাগ লোকের মতে ‘জাতীয় বেইমান’ (ধর্মীয় ভাবে না, রাজনৈতিক)

আসলে পরিচয়টি এরশাদের জন্য দ্বিতীয় হলেও অনেকের জন্য এই পরিচয়টিই আসল। জনসভায় নিযে ঘোষনা দিয়ে- ‘যে এরশাদের আন্ডারে নির্বাচনে যাবে সেই জাতীয় বেইমান’ আবার এরশাদের সাথে লং ড্রাইবে গিয়ে এরশাদের আন্ডারেই নির্বাচনে গিয়ে নিযেকে নিযের ঘোষনামত জাতীয় বেইমান প্রমাণ করেছিলেন গণতন্ত্রের মানসকণ্যা!

সুতরাং আমি বলব- আজ এরশাদের রাজনৈতিক পল্টিবাজি নতুন কিছু নয়, তার উত্তরসূরী প্রথম জাতীয় বেইমানের (নিযের ঘোষনা অনুযায়ী) কাছে দ্বিতীয় জাতীয় বেইমানের( অনেকের মতে) ঋণ পরিশোধ! বা কৃতজ্ঞতা!!!

বিষয়: রাজনীতি

১০৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File