জাহেলিয়াত

লিখেছেন লিখেছেন আল হোছাইন ৩০ নভেম্বর, ২০১৩, ০৩:৪৪:৪৬ দুপুর

হত্যাতো সবসময় হত্যাই, সেটা পুলিশের গুলিতে ১১ বছরের কিশোর, বা জনতার পিটুনিতে পুলিশ যাইহোক। এই হত্যা সবসময় নিন্দনীয়। যে কেউ অপরাধ করলে পুলিশ তাকে গ্রেফতার করতে পারে গুলি নয়।

আমরা যারা মরছি তারাও মানুষ আবার যারা মারছি তারাও মানবতা না থেকেও মানুষ। তাহলে এত মারা-মারি এত হানা-হানি কেন? কিশোর বয়সে আইয়ামে জাহেলিয়ার সামাজিক ও রাজনৈতিক অবস্থা যখন পড়তাম, বিশ্বাস করলেও কেন জানি বিশ্বাস হতে চাইতনা! ইদানিংকার অবস্থা দেখে আইয়ামে জাহেলিয়ার সেই পরিস্থিতিটা সহজে ঠের করতে পারি।

সেই কঠিণ ও দূর্যোগপূর্ণ মূহুর্ত মোকাবেলায় আল্লাহ তায়ালা হজরত মোহাম্মদ (সাঃ)কে পাঠিয়েছিলেন, তার সাথে ছিল লাখে-লাখে নিবেদিত প্রাণ সাহাবি (রাঃ)।এখনতো আর নবী-রাসুল বা সাহাবিরা আসবেন না, সুতরাং এই কঠিণ মুহূর্ত মোকাবেলায় আমাদেরকেই পবিত্র কোরআন ও হাদিসের শিক্ষায়, ইস্পাত কঠিণ দৃড়তায় জোর পায়ে এগিয়ে যেতে হবে।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ইসলাম বুঝার ও দেশমাতৃকার সেবায় সঠিকপন্থায় কাজ করার তাওফিক দিন। আমিন!!

বিষয়: রাজনীতি

৯৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File