জ্ঞানপাপী

লিখেছেন লিখেছেন আবু আয়শা ১৪ ডিসেম্বর, ২০১৩, ১১:৪০:০৩ রাত

জ্ঞানপাপী তারাই যারা কিতাবের জ্ঞানের উপর আমল তো করেই না বরং দুয়য়াবী সার্থে তাকে বিকৃত ভাবে উপস্থাপন করে। পুর্ববর্তী আহলে কিতাবদের মধ্যেও এরূপ মানুষ ছিল এবং আজও তারা সংখ্যায় নেহায়েত কম নয়। মহান আল্লাহ্‌ বলেন,

أَفَتَطْمَعُونَ أَن يُؤْمِنُوا لَكُمْ وَقَدْ كَانَ فَرِيقٌ مِّنْهُمْ يَسْمَعُونَ كَلَامَ اللَّهِ ثُمَّ يُحَرِّفُونَهُ مِن بَعْدِ مَا عَقَلُوهُ وَهُمْ يَعْلَمُونَ

এরপর কি তোমরা আশা কর যে তারা তোমাদের প্রতি বিশ্বাস করবে? ইতিপূর্বে তাদের একটি দল আল্লাহ্‌র বাণী শুনত, তারপর তা পাল্টে দিত উহা বুঝবার পরেও, আর তারা জানে। [২-৭৫]

কিছু লোক আছে যারা মানুষকে গোমরাহ করে তিনভাবে

১) আল্লাহর আয়াতের সঠিক ব্যাখ্যা বা উদ্দেশ্য না বুঝে বা অজ্ঞতার বশবর্তী হয়ে আল্লাহর দ্বীন সম্পর্কে মিথ্যা রচনা করে।

فَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَىٰ عَلَى اللَّهِ كَذِبًا لِّيُضِلَّ النَّاسَ بِغَيْرِ عِلْمٍ ۗ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ

সুতরাং কে বেশি অন্যায়কারী তার চাইতে যে আল্লাহ্‌র বিরুদ্ধে মিথ্যা রচনা করে, যেন সে লোককে বিভ্রান্ত করতে পারে জ্ঞানহীনভাবে? নিঃসন্দেহ আল্লাহ্ ধর্মপথে পরিচালিত করেন না অন্যায়কারী লোকদের।[৬-১৪৪]

২)দ্বীনের সঠিক জ্ঞান থাকা সত্যেও সার্থসিদ্ধির জন্য অজ্ঞ লোকদেরকে আয়াতের ভুল ব্যখ্যা দেয়।

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ كَثِيرًا مِّنَ الْأَحْبَارِ وَالرُّهْبَانِ لَيَأْكُلُونَ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ اللَّهِ ۗ

হে ঈমানদারগণ! পন্ডিত ও সংসারবিরাগীদের অনেকে লোকদের মালামাল অন্যায়ভাবে ভোগ করে চলছে এবং আল্লাহর পথ থেকে লোকদের নিবৃত রাখছে। [৯-৩৪]

৩) কিতাবের কিছু প্রকাশ করে আর কিছু গোপন করে।

إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنزَلَ اللَّهُ مِنَ الْكِتَابِ وَيَشْتَرُونَ بِهِ ثَمَنًا قَلِيلًا ۙ أُولَٰئِكَ مَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ إِلَّا النَّارَ وَلَا يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ

নিশ্চয় যারা সেসব বিষয় গোপন করে, যা আল্লাহ কিতাবে নাযিল করেছেন এবং সেজন্য অল্প মূল্য গ্রহণ করে, তারা আগুন ছাড়া নিজের পেটে আর কিছুই ঢুকায় না। আর আল্লাহ কেয়ামতের দিন তাদের সাথে না কথা বলবেন, না তাদের পবিত্র করা হবে, বস্তুতঃ তাদের জন্যে রয়েছে বেদনাদায়ক আযাব। [২-১৭৪]

রাসুল (সাঃ) বলছেন, “তিন শ্রেণীর মানুষকে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে যাদের মধ্যে প্রথম শ্রেণীটা হচ্ছে একদল আলেম যারা দুনিয়াবী স্বার্থে ইলম গোপন করতো” [জামে আত তিরমিজি ও ইবনে হিব্বান।]

“(শেষ যুগে) আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে এক টানে ইলম উঠিয়ে নিবেন না, বরং আলেমদের উঠিয়ে নেয়ার মাধ্যমেই ইলম উঠিয়ে নিবেন। অবশেষে যখন তিনি কোন আলেমই অবশিষ্ট রাখবেন না তখন লোকেরা অজ্ঞ জাহেলদের নেতা হিসেবে গ্রহণ করবে।” [বুখারী, মুসলিম]

যারা নিজের অজ্ঞতার অজুহাত দিয়ে আলেমদের ঘাড়ে দোষ চাপাবেন বলে বসে আছেন তাদের উপরোক্ত হাদিসদ্বয়ে যথেষ্ট সতর্ক বাণী রয়েছে।

বিষয়: বিবিধ

১২০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File