স্বামী যখন হাফ লেডিস
লিখেছেন লিখেছেন আহমেদ ফয়সাল ১৮ নভেম্বর, ২০১৪, ০৭:১৪:৫৩ সন্ধ্যা
হাফ লেডিস শব্দটা শুনেছেন কখনো???
ভারতীয় সিরিয়ালের প্রত্যেকটা পুরুষ অভিনেতা হাফ লেডিস। ভারতীয় সিরিয়ালে পুরুষ চরিত্রগুলোর নেই অর্থনৈতিক কিংবা সাংসারিক কর্তৃত্ব করার ক্ষমতা, যা নাটকেই দেখে থাকি। এটা হয়তো পরিচালকের গুণ নয়তো নারী চরিত্রগুলোর ক্ষমতা
একটি সিরিয়ালের কাল্পনিকদৃশ্যের চিত্রনাট্য-
ছেলে-আমি তোমাকে ভালবাসি।[১০টা অবস্থান থেকে এই দৃশ্যটা দেখানো হবে।]
[মেয়ের টাশকি খাওয়া মুখ দেখাবে ১২টা অবস্থান থেকে]
মেয়ে-কী বলছো তুমি?ভালবাস তুমি আমাকে?
[কথাটা প্রতিধ্বনিত হবে ৩ বার]...[ছেলের চোখ
মুখের অন্য রকমেরআভা দেখাবে ৪ বার]
ছেলে-হ্যা তোমাকে আমি ভালবাসি।
[এই কথা বলার পর ১মিনিট রোমান্টিক সুরবাজবে।][মেয়ের চিন্তিত মুখদেখাবে ৬ বার।]
মেয়ে-তুমি কি সত্যিই আমাকে ভালবাস?
[এই কথা বলার পর মেয়ের মুখেরদিকে ক্যামেরা ধরা হবে ৫জায়গা থেকে।] [ছেলেটা হাঁটু গেড়ে বসে পড়বে। তার বসা ভিডিও করা হবে ২ মিনিট ধরে।]
ছেলে-হ্যাঁ, তোমাকে আমি সত্যি সত্যি খুবভালবাসি।
[১ মিনিট ধরে দুইজনকে ভিডিও করা হবে।]
ছেলে- আমি তোমাকে এ জীবনেরচেয়ে বেশি ভালবাসি।
[গান বাজতে থাকবে।][মেয়েটার মুখের অবস্থা ৭জায়গা থেকে দেখানো হবে।সময়লাগবে ২ মিনিট।]
(পর্বের সমাপ্তি)
এইভাবে টানতে টানতে সিরিয়াল গুলো ১০০০ পর্বঅতিক্রম করে।
আর দর্শক আপুরা মুখহাঁ করে বেক্কলের মত তা গিলতে থাকে।এমন ভাবে গিলতে থাকে, মনে হয় যেন গেলার জন্য তাকে মাস শেষে বেতন দেয়া হবে।
আর আমাদের দেশে এই সমস্ত নাটক ব্যাপক জয়প্রিয়তা পাওয়ার অন্যতম কারণ নারী কর্তৃত্ব। যা প্রতিটা নারী চায়।
প্রেমিক থেকে স্বামী প্রতিটা চরিত্রকেই মেয়েরা হাফ লেডিস বানাতে পছন্দ করে। ভুল বললাম কি?
বিষয়: বিবিধ
১৮৬৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্যাপারটা বাস্তব জগতের মেয়েদের জন্য বুস্টার হিসেবে কাজ করে ।
অসম্ভব সুন্দর বিশ্লেষণধর্মী উপস্হাপনার জন্য সহমত পোষণ করার সাথে সাথে অনেক ধন্যবাদ জানাচ্ছি!
মন্তব্য করতে লগইন করুন