কম্পিউটার স্লো হয়ে গেছে? চলুন কিছু কাজ করি
লিখেছেন লিখেছেন আহমেদ ফয়সাল ০৯ নভেম্বর, ২০১৪, ০৪:১০:৫৫ বিকাল
নুতন Computer কিনেছেন। কিনার সময় যে স্পিড ছিল তার অর্ধেকও নেই এখন। মানে আপনার PC Slow হয়ে গেছে। প্রোগ্রাম খুলতে দেরী করে, ক্লিক করার পর দীর্ঘক্ষণ ঝিমাতে থাকে, একসাথে একাধিক প্রোগ্রাম খুলে কাজ করা যায়না যা আগে যেত, প্রায় সময় হ্যাং করে ইত্যাদি সমস্যায় ভুগেন প্রায় ইউজার। কম্পিউটারের এ আচরণ নিশ্চয় কারো ভাল লাগে না। কাউকে বললে RAM বাড়ানোর পরামর্শই দেন শুধু। আসুন কিছু কাজ করে দেখি।
Computer এর Speed বাড়ানোর জন্য যে কথাটি সর্বপ্রথম আসে তার নাম হলো RAM এবং Processor এবং তার সাথে সামঞ্জপূর্ণ মাদারবোর্ড। অর্থাৎRAMবাড়িয়েএবং Processor আপডেট করে স্পীড বাড়ানো যায়। RAM হয়তো কিছুটা বাড়ানো যায় কিন্তু Processor বাড়াতে গেলে আসে Motherboard এর কথা। কারণ পুরাতন Motherboard নতুন Processor কে সাপোর্ট নাও করতে পারে। তাই পুরাতন মডেলের পিসি যাতে RAM বা Processor আপডেটকরার সুযোগ নেই তাতে নিচের কাজগুলো করা যেতে পারে। এতে Slow Computer বা Slow PC কিছুটা হলেও স্পীড পাবে।
Step 1:
১. Run এ গিয় লেখুন prefetch তারপর OK দিন। যা আসবে সব ডিলিট করুন। একইভাবে temp, %temp%, recent লিখে এন্টার দিন এবং সব ডিলিটকরুন।
বাকী অংশ-
http://www.online71.blogspot.com/2014/06/blog-post_28.html
ফেসবুকে আমি
বিষয়: বিবিধ
১৪৯৬ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক শুকরিয়া।
-bd
মন্তব্য করতে লগইন করুন