বেদেনীদের কবলে

লিখেছেন লিখেছেন আহমেদ ফয়সাল ০৯ নভেম্বর, ২০১৪, ১২:১১:১১ রাত

বেদেনীদের কবলে পরছেন কখনো????

আমি প্রায়ই পরি... ইচ্ছে করে।

আমার সামনে কারো কাছ থেকে জোরপূর্বক কিংবা ভয় দেখিয়ে টাকা আদায় করতে দেখলে চুপ করে থাকতে পারিনা।

‪#‎ঘটনা‬-১, আবদুল্লাহপুর বাস স্ট্যান্ডে বেদেনীদের কবলে-

বেদেনী- ১০ টাকা দে?

আমি- কেন? তোদের সমস্যা কি?, কোলের বাচ্চা দেখিয়ে

-দেখ কত সুন্দর, ওরে ১০ টাকা দে?

আমি- তুই তো আরো সুন্দর, তোরে ২০ টাকা দেই?

- দে, তারাতারি দে

আমি- চল আমার সাথে, তুই আজ থেকে আমার সাথে থাকবি, তুই অনেক সুন্দর, তোরে পছন্দ হইছে।

কথাটা শুনে আমতা আমতা করে কি যেন বলে চলে গেল।

#ঘটনা-২, পহেলা বৈশাখে টিএসসি তে

- কয়টা টাকা দে...

- তুই লিপিষ্টিক দেস নাই কেন?

- টাকা দে

- আয় তোরে লিপিষ্টিক আর লাল শাড়ী কিন্না দেই।

কিছু বলে চলে গেল।

বিষয়: বিবিধ

১১৯১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

282488
০৯ নভেম্বর ২০১৪ রাত ১২:৩৮
মামুন লিখেছেন : এরা এবং হিজড়ারা প্রতিমাসে আমার বাসা থেকে কিছু নিয়ে যায়। বেশীরভাগ সময়েই এরা চাল নেয়। তবে রাস্তাঘাটে এদের থেকে পারতপক্ষে দূরে থাকাটাই শ্রেয়।
ধন্যবাদ।
০৯ নভেম্বর ২০১৪ সকাল ১১:১৬
225945
আহমেদ ফয়সাল লিখেছেন : এদের মধ্যে হিজড়ারা ৯৯.৯৯% অসামাজিক। তাই এদের বিরুদ্ধে প্রশাসনিক কোন ব্যবস্থা নেয়া উচিৎ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File