প্রথম Windows-10

লিখেছেন লিখেছেন আহমেদ ফয়সাল ০২ ডিসেম্বর, ২০১৩, ০৪:০০:৩০ বিকাল

অনেক দিন ধরে কথাটা শেয়ার করবো ভাবছি। কিন্তু বন্ধুদের সুন্দর সুন্দর লেখা এবং ছবি দেখে সব ভুলে যাই।

Windows-7 যখন আমরা প্রথম ব্যবহার করছি তখনকার ঘটনা। এক ভাইয়া কম্পিউটার কিনবে বলে তার সাথে যেতে হলো। আমার হাতে তখন নকিয়া ১১১০ মডেলের একটা মোবাইল ফোন। ভাইয়াটার হাতের মোবাইলটা মনে হচ্ছে না কম দামী। সে অপেরা মিনি10 দিয়ে কি সব ব্রাউজিং-ফ্রাউজিং করছে।

বরিশালের পরিচিত একটা কম্পিউটার বিক্রির দোকানে ঢ়ুকলাম। ভাইয়ার চাহিদা (টাকা) অনুযায়ী কনফিগার নিলাম। কিন্তু মনিটর আর কেসিং কিনতে গিয়ে বাধলো বিপিত্ত। সে সি.আর.টি মনিটর আর বড় সাইজের কেসিং কিনবে। কারন: এলসিডি মনিটর এবং ছোট কেসিং নিলে মনে হবে কম দামী। যাই হোক এভাবেই চলছে সবকিছু।

অপারেটিং সিস্টেম কোনটা দিবে জিজ্ঞেস করলে ভাইয়াটা বলে- Windows-10 দিন (কেননা সে মোবাইলে অপেরা-10 ব্যবহার করছে)

দোকানদার- ভাই এটা তো আমাদের কাছে নাই

ভাইয়া- তাহলে Windows-9 দিন

দোকানদার- এটাও নাই।

ভাইয়া- তাহলে Windows-8 টা তো আছে নাকি?

দোকানদার- না ভাই, শুনছি আগামী বছর এটা বাংলাদেশে আসবে।

ভাইয়া- তাহলে আপনাদের কাছে যেটা আছে সেটাই দিন। আমার কাছে জিজ্ঞেস করছেন কেন?

ভাইয়াটার সাথে এখন আর যোগাযোগ নাই। ভাইয়াটার সাথে সর্বশেষ দেখা বরিশাল Vertex Technology নামক একটা দোকানে। সে একটা পেনড্রাইভ কিনবে বলে আসছিল।

বিষয়: বিবিধ

১২৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File