প্রথম সাঁতারের পেছনের ইতিহাস !! -------মোরশেদা খানম।

লিখেছেন লিখেছেন মুশির কাব্যের ফুল ২৮ নভেম্বর, ২০১৩, ১১:০০:৫৫ সকাল

ছোটবেলায় খুব একটা সাহসী ছিলামনা আমি। মায়ের আঁচল ধরেই থাকতাম বেশি। এখনো অবশ্য আমি যথেষ্ট সাহসী। পানিতেও নামাতে পারতোনা কেউ ।চুল টেনে ছিঁড়ে ফেলতাম !আমার আপুরা জান দিয়ে চেষ্টা করতে লাগলো,অবশেষে কলার ভেলা বানালো আমার জন্য। আমার ভীতি কিছুটা কমে আসায় কয়েকদিন নেমে লাফালাফি করলাম খুব। সাঁতারটা তখন আমার কাছে বাতাসে ভেসে বেড়ানোর মতই অসম্ভব একটা কাজ ছিলো। আমি হা করে তাকিয়ে দেখতাম। সাঁতার জানা একেকটাকে মহামানব মানবী মনে হতো আমার। একদিন সেই মহামানবীদের একজন আমার আপু আমাকে আস্তে আস্তে পুকুরের মাঝখানে নিয়ে গেলেন। আপুর দুহাতের উপর উপুড় হয়ে চোখ বন্ধ করে আমি হাত পা ছোঁড়াছুড়ি করছি খুব।হঠাত্‍ অনুভব করলাম আমি শূণ্যে ভাসছি যেন।আমার আশে পাশে কেউ নেই।আপু দূরে দাঁড়িয়ে হাসছে খুব।

বিষয়: সাহিত্য

১২৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File