নতুন বছরের শপথ

লিখেছেন লিখেছেন চাঁদের আলো ৩১ ডিসেম্বর, ২০১৩, ০৩:৪২:৩৭ দুপুর

কালের গহবরে হারিয়ে গেল

একটা পুরা বছর,

ভাবছি আমি কি পেলাম

হয়না দৃষ্টি গোছর।

দেখি শুধু পংকিলতায়

ভরা প্রতিদিন,

কি করে পাব ক্ষমা

ভাবি সারাদিন।

বছরের এই শেষ দিনে

নিলাম দৃঢ শপথ

ধরবো আমি শক্ত করে

আল-কোরআনের পথ।

বিষয়: সাহিত্য

১১৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File