ভালবাসার রেশ
লিখেছেন লিখেছেন চাঁদের আলো ০১ ডিসেম্বর, ২০১৩, ০৩:৪০:১৬ দুপুর
হৃদয়টা তার বিশাল বড
আকাশেরই মত
আছে সেথায় ভালবাসা
যেন অগনিত
ভালবাসার পাখি হয়ে
উডতে চাই তার মনে
তাইতো তাকে মনে পড়ে
প্রতি ক্ষনে ক্ষনে।
সে যেনো মোর কল্পনারই
ডানাকাটা পরী
ভালবাসি তাকে আমি
পূর্ণ হৃদয় ভরি।
এত ভালবাসি তাকে
হয়না তো আর শেষ
জনম জনম থাকবে
এই ভালবাসার রেশ
বিষয়: বিবিধ
১৪১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন