ভালবাসি ভালবাসি
লিখেছেন লিখেছেন চাঁদের আলো ৩০ নভেম্বর, ২০১৩, ১২:০৮:১৭ দুপুর
ভালবাসি ভালবাসি
হৃদয়েতে বাজে বাঁশি
সেই বাঁশির ও সুরে সুরে
ঢাকি তোমায় কাছাকাছি।
ভালবাসি ভালবাসি
আমার ঐ দুটো আঁখি
বলে শুধু তোমায় ঢাকি
বড্ড বেশী ভালবাসি।
ভালবাসি ভালবাসি
হৃদয়ের ঐ বাগিচাতে
ফুল ফোটাব রাশি রাশি
ভালবাসি ভালবাসি
ভালবাসা র্সবনাশী
ভালবাসার জন্য আমি
পরতে পারি গলায় ফাঁসি।
ভালবাসি ভালবাসি
ভালবাসার জন্য আমি
রাখতে পারি জীবন বাজি।
তবু বলি ভালবাসি।
বিষয়: সাহিত্য
১৪৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন