আধার ঘরের আলো
লিখেছেন লিখেছেন চাঁদের আলো ২৭ নভেম্বর, ২০১৩, ১০:৫৪:১৪ রাত
সবাই ডাকে শশী
আমি ভাবী বসি
আমার মনের বাঁশি
মুখে মিষ্টি হাসি
বড়ই ভালবাসি।
দেখতে যেন মাধুরী
করেনা কোন চাতুরী।
মনটা তাহার সরল
পাওয়া যে তা বিরল।
নেই তার মনে ছলনা
মিথ্যে কথা বলেনা।
অন্যায় সহ্য করেনা
আমার হৃদয়ের ললনা
নাই কোন তার তুলনা।
ছোখ দুটো তার ডাগর ডাগর
ভ্রু গুলো তার কালো
জনম জনমের বন্ধু আমরা
আধার ঘরের আলো।
বিষয়: সাহিত্য
১৩৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন