শাবির পরিসংখান বিভাগের হঠকারি সিদ্ধান্ত : বিপাকে সাধারন শিক্ষার্থীরা

লিখেছেন লিখেছেন শাহপরান ১২ মার্চ, ২০১৪, ১১:১২:৩৭ রাত



সেশন-জট, যথাসময়ে ফল প্রকাশ না করা, নিয়মিত ক্লাস-পরীক্ষা না নেয়া সহ নানা রকমের অভিযোগ রয়েছে শাবিপ্রবির পরিসংখান বিভাগের শিক্ষকদের নামে। কিন্তু হঠাৎ করে কোন ধরনের পূর্ব ঘোষনা ব্যতীত জিওগ্রাফী এন্ড এনভায়রনমেন্ট বিভাগের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার এর সিলেবাসভূক্ত STA 107 কোর্সের চূড়ান্ত পরীক্ষার সময় নির্ধারণ করা হয় আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯.৩০ ঘটিকায়। মেজর কোর্সের রুটিনের সাথে পূর্ব-নির্ধারিত সময়সূচী অনুযায়ী নন-মেজর কোর্সের পরীক্ষা নেয়ার কোন নজির না থাকলেও আজ বিকেল ৪.০ ঘটিকা পর্যন্ত পরীক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়নি পরিসংখান বিভাগের পক্ষ থেকে। পরীক্ষার্থীদের অনেকেই বর্তমানে সিলেটের বাইরে থাকায় তাদের পক্ষে আগামীকাল অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশগ্রহন করা সম্ভব নয়।

এ দিকে নেতা-কর্মীদের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ইসলামী ছাত্রশিবির আহুত ধর্মঘটের কারণে অনেক শিক্ষার্থীই পরীক্ষায় অংশগ্রহন করতে পারা নিয়ে শঙ্কিত। শিক্ষার্থীদের পক্ষ থেকে পরীক্ষা পেছানোর দাবি জানানো হলেও কোন উদ্যোগ পরিলক্ষিত হয়নি সংশ্লিষ্ট বিভাগের পক্ষ হতে। উপরন্তু শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়টি আমলে না নিয়ে পরীক্ষা নিতে তৎপর পরিসংখান বিভাগ। এমনকি কেউ পরীক্ষায় অংশগ্রহণ না করলেও সবাইকে অনুপস্থিত বিবেচনা করে পরীক্ষা নেয়া হবে বলে দম্ভোক্তি করেন বিভাগীয় প্রধান ড. সাবিনা ইসলাম। পরিসংখান বিভাগের এহেন অবস্থানে বিপাকে সাধারন শিক্ষার্থীরা। অধিকাংশ শিক্ষার্থীর অনুপস্থিতির আশংকা সত্ত্বেও তড়িঘড়ি করে পরীক্ষা নেয়া যে সুস্পষ্ট দলীয় লেজুড়বৃত্তির বহি:প্রকাশ সে কথা বলার অপেক্ষা রাখেনা।

বিষয়: বিবিধ

১২১৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

191431
১২ মার্চ ২০১৪ রাত ১১:৪৩
১২ মার্চ ২০১৪ রাত ১১:৪৪
142337
শাহপরান লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
191543
১৩ মার্চ ২০১৪ সকাল ০৮:৪৭
তরিকুল হাসান লিখেছেন : অধিকাংশ
শিক্ষার্থীর অনুপস্থিতির
আশংকা সত্ত্বেও
তড়িঘড়ি করে পরীক্ষা নেয়া যে
সুস্পষ্ট দলীয় লেজুড়বৃত্তির
বহি:প্রকাশ সে কথা বলার
অপেক্ষা রাখেনা।

স হ ম ত ।
১৩ মার্চ ২০১৪ রাত ১১:৩৬
142816
শাহপরান লিখেছেন : Good Luck মন্তব্যের জন্য ধন্যবাদ। Good Luck
191637
১৩ মার্চ ২০১৪ দুপুর ০১:১২
ইবনে আহমাদ লিখেছেন : শিক্ষক নামের কলঙ্ক যারা তারা আমাদরকে মেধাশুন্য করছে। দলবাজ শিক্ষকরা জাতীর জন্য অভিশাপ।
১৩ মার্চ ২০১৪ রাত ১১:৩৬
142817
শাহপরান লিখেছেন : Happy>- Happy>- মন্তব্যের জন্য ধন্যবাদ। Happy>- Happy>-
191828
১৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
সজল আহমেদ লিখেছেন : :(
১৩ মার্চ ২০১৪ রাত ১১:৩৬
142818
শাহপরান লিখেছেন : :Thinking :Thinking :Thinking :Thinking :Thinking :Thinking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File