শুধু ১৪ জন নয় ক্ষতির বেড়াজালে নিমজ্জিত হবে সকল শিক্ষার্থী
লিখেছেন লিখেছেন শাহপরান ১১ মার্চ, ২০১৪, ০৫:১৭:২৮ বিকাল
বর্তমানে বাংলাদেশে ৩৫টি পাবলিক এবং ৭৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে পক্ষ/বিপক্ষ বা অভ্যন্তরীন কোন্দলে অনেক হতাহতের ঘটনা ঘটে। প্রকাশ্য দিবালোকে প্রতিপক্ষের মেধাবী ছাত্রনেতাদের ধারালো অস্ত্র দিয়ে হত্যার ভিডিওচিত্র ইতিহাস সাক্ষী দেয়। কিন্ত অত্যন্ত পরিতাপের বিষয় নিজ দলের লোক হওয়ার সুবাদে অতি সহজেই সাত খুন মাফ হয়ে যায়। এই যদি হয় দেশের হিটলারিও বিচার ব্যবস্থা এবং প্রশাসনে জঘন্য কা-জ্ঞান, তাহলে বিচার বঞ্চিতরা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা চালাবে না কেন? ঐ দিন শাবিতে এমন কি ঘটনা ঘটেছিল, যার জন্য ১৪ জন মেধাবী ছাত্রকে আজীবনের জন্য পঙ্গু করে দেওয়া হবে? ঐ দিন কত জন নিহত হয়েছিল? কতজন আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিল? কত লক্ষ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছিল? আর যাদেরকে বহিস্কার করা হয়েছে, তাদের বিরুদ্ধে এমন কি প্রমাণ রয়েছে যার দরুন প্রশাসন এমন অমানবিক ও নিষ্ঠুর সিদ্ধান্ত নিতে বাধ্য হল। অথচ শাবিপ্রবি পরিবারের সবাই সাক্ষী ২০১২ সালের ১১ জানুয়ারি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কিছু ছাত্র নামধারী সন্ত্রাসী ভাংচুর অগ্নিসংযোগ এবং লাখ লাখ টাকার জিনিসের ক্ষয় ক্ষতির মাধ্যমে ছাত্রশিবিরের হলের বৈধ ছাত্রদেরকে অত্যন্ত নির্মম-নির্দয় ভাবে হল ত্যাগ করতে বাধ্য করে। ঐ নিষ্ঠুর ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুর জ্বলন্ত প্রমাণ থাকার পরও ঐ ছাত্রনামধারী সন্ত্রাসীদের আজীবন বা সাময়িক বহিস্কার তো দূরের কথা বরং তাদেরকে “দুষ্টের পালন ও শিষ্টের দমন” নীতিতে অত্যন্ত জামাই আদরে হলে ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। এই সমস্ত ঘটনার অর্থ কি? একজন নাবালক এতিম ও বুঝবে এটি নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ। দোষ যেই করুক ফরমুলা একটি। আর তা হল “সবদোষ নন্দঘোষ”। কিন্তু ইতিহাস সাক্ষী এ সমস্ত সৈরাচারী ফরমুলার করুণ পরিণতি সবশ্রেণীর মানুষকে এক যোগে ভোগ করতে হয়। আর তাই এই অন্যায় এক চোখা এবং অমানবিক সিদ্ধান্তের প্রতি শুধু অনাস্থাই বরং ধিক্কার জানিয়ে শক্ত হাতে প্রতিরোধে এগিয়ে আসা সমস্ত শিক্ষার্থীরই নৈতিক দায়িত্ব। প্রায় ৮ হাজার শিক্ষার্থী এবং অসংখ্য কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষকদের এই ক্যাম্পাসে একদিন ধর্মঘট চললে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়। কিছু বিতর্কিত শিক্ষকের অতি উৎসাহী এবং কা-জ্ঞানহীন অপতৎপরতার কারণে এতগুলো সম্পদ এবং ছাত্রজীবনের ক্ষতি কি মেনে নেওয়ার মত?
মোহাম্মদ শাহপরান
শিক্ষার্থী,
বিষয়: বিবিধ
১০৭৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন