একটি অবাধ শুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনঃ আমাদের কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠান
লিখেছেন লিখেছেন তুহিন৩৯৫০ ২৬ নভেম্বর, ২০১৩, ০১:৩২:৩৮ দুপুর
একটি বিষয় নিয়ে লিখবো লিখবো করে আর লেখা হয়ে ওঠে না, আজ যখন বিষয়টি নির্বাচন করলাম তখন দেশে একটি অবাধ শুষ্ঠু নির্বাচন নিয়ে প্রধান দুই বড় দল দেশে একটি গৃহযুদ্ধ অবস্থার সৃষ্টি করেছে। প্রতিটি শহর, নগর, গ্রাম এমনকি প্রত্যন্ত অঞ্চলে এ যুদ্ধ ছড়িয়ে পড়ছে। কেউ কেউ বলছে দেশ গভীর গৃহযুদ্ধের দিকে যাচেছ, কেউ বা বলছে সাম্প্রদায়িক দাঙগা শুরু হবে আবার কেউ বলছে কিছুই হবে না। এ অবস্থায় মিডিয়া সেই রাজনৈতিক আগুনে দিচ্ছে ঘি যার ফলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠছে। আমরা যদি একটু পেছনে ফিরে দেখি তাহলে দেখতে পাবো এ বর্তমান পরিস্থিতির জন্য কোন কোন বিষয় গুলো দায়ী। আমার স্বল্প জ্ঞানে আমি উপর্যুক্ত বিষয়ের একটি ধারাবাহিক বর্ণনা দেয়ার চেষ্টা করেছি মাত্র বাকিটা পাঠকের মতামতের উপর ছেড়ে দিলাম।
এক
আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে যে গণদাবীগুলোকে সামনে রেখে বাংলাদেশের আপমর জনগণ মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল, যেটাকে আমরা বলি মুক্তিযুদ্ধের চেতনা ৪২ বছর পর আজও কি আমরা সেই স্বাধীনতার স্বাদ পেয়েছি। স্বাধীনতার অর্থ যদি হয় উচ্ছৃংখলতা, দলবাজি, দখলবাজি, জোর যার মুল্লুক তার তাহলে আমি বলব আমরা তা পেয়েছি। যখন যে দল রাষ্ট্রক্ষমতায় গেছে তারাই এই ১৬ কোটি মানুষের দেশটাকে শুধু নিজেদের বাপ-দাদার সম্পদ বলে যা খুশি তাই করেছে। আর ক্ষমতাসীনদের এসব অন্যয় হস্তক্ষেপ আমরা আম জনতা মাথা পেতে মেনে নিয়েছি। আমরা জনগণ প্রতি পাঁচ বছরে একবার আমাদের ক্ষমতা (ভোট) প্রয়োগ করে এই অন্যয় হস্তক্ষেপের প্রতিবাদ করেছি। অথচ আমরা যানি না এই একটি ভোট ক্ষমতাসীনদের কতটা প্রয়োজন? আমার কথার মর্ম যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলব-আসলে আমরা প্রতি পাঁচ বছরে কোটি কোটি টাকা ব্যয় করে যে নির্বাচন করে থাকি তা আসলে লোক দেখানো এই নির্বাচন যদি লোক দেখানো না হবে তাহলে প্রতিটি নির্বাচনের পর পরজিত দল নির্বাচন কারচুপির অভিযোগ কেন করবে শুধু কারচুপি নয় স্থ’ল কারচুপি সুক্ষ কারচুপি কেউ কেউ বলে পুকুর চুরি। আমাদের দেখতে হবে নির্বাচন করে নির্বাচন কমিশন তাদের সহযোগীতা করে আরো কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠান সর্বপরি আপমর জনগণ সক্রিয়ভাবে এই নির্বাচনের প্রতিটি পর্বে থেকে অংশগ্রহণ করে তাহলে কেন এই অভিযোগ। আসলে আমাদের সমস্যা আরো গভীরে যার মূল কারণ হচ্ছে বিদেশি হস্তক্ষেপ পরিস্কার করে বলতে গেলে ১৯৭১ সালে আমাদের নিয়ে যারা গেম খেলেছে ৪২ বছর ধরে আজও তারাই আমাদের নিয়ে এক সুগভীর খেলা খেলছে যার বলির পাঠা হচ্ছি আমরা জনগণ। আজ যদি আমরা স্বাধীনভাবে আমাদের দেশকে পরিচালিত করতে পারতাম তাহলে ৪২ বছর পর আজ আমরা একটি মধ্যম আয়ের দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাড়াতে পারতাম। আজ এই সংক্ষিপ্ত আলোচনায় আমি প্রথমে আমাদের অভ্যন্তরিণ কয়েকটি স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠানের বর্তমান অবস্থার চিত্র আপনাদের সামনে তুলে ধরছি...চলবে...
বিষয়: বিবিধ
১০০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন