নারী পর্ব ১- পর্দা

লিখেছেন লিখেছেন মোহাম্মাদ সিবগাতুল্লাহ ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ১০:৫৬:৪৪ সকাল

প্রিয় বোন!!! এ পৃথিবীর কৃত্রিম সৌন্দর্য ও চাকচিত্যে তুমি ডুবে যেও না। মনে রেখো, এ সব সৌন্দর্যের পিছনে কদর্য লুকিয়ে আছে। এ সব চাকচিক্যের আড়ালে লুকিয়ে আছে অনেক নোংরামি। এ জীবন শুধু ভোগের জন্য নয়। জীবনের প্রতিটি মুহূর্তের অনেক মূল্য রয়েছে। এই যে তোমার শরীর, রূপ, সৌন্দর্য, লাবণ্য- তা কিন্তু ক্ষণিকের জন্য। একদিন তোমার এ সৌন্দর্যে ভাটা পড়বে, ত্বকে ভাঁজ পড়বে, রূপ-লাবণ্য বিলীন হয়ে যাবে। তুমি ভাবো! ডজন ডজন বিশ্ব সুন্দরীর কথা। তারাও তো লাবণ্যময়ী, রূপবতী ছিল। রূপের আগুনে ঝলসে দিয়েছিল চারদিক, কিন্তু তাদের সে সৌন্দর্য, রূপ-লাবণ্য আজ কোথায়? কিছুই নেই। নশ্বর পৃথিবীর চিরন্তন সত্যের কাছে হার মানতে বাধ্য হয়েছে। পর্দাব্যবস্থা ও বোরকাকে তুমি মনে করো গোঁড়ামি, ধর্মান্ধতা ও নারীর অধিকার হরণ!! এমনটি মনে করলে তুমি ভূল করছ। পর্দাব্যবস্থা একজন নারীকে নিরাপদে রাখতে পারে, তাকে সংরক্ষণ করতে পারে। পূর্ণাঙ্গ পর্দা অনুসরণ করো। বোরকা পড়ে একটি মেয়ে পথ চললে তাকে দেখে কোনো বখাটেরা শিষ দিবে না, অশ্নীল মন্তব্য করবে না; বরং সম্মান করবে। তুমি কি কখনো দেখেছ, পূর্ণাঙ্গ পর্দা মেনে চলা একটি মেয়েকে বখাটেরা উত্ত্যক্ত করতে???

বিষয়: বিবিধ

৯৫২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360013
২০ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:৪৬
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File