দেখে নিন আপনার অ্যানড্রয়েড ফোনটি জেলিবিন বা কিটক্যাট কি না?
লিখেছেন লিখেছেন মোহাম্মাদ সিবগাতুল্লাহ ০১ আগস্ট, ২০১৫, ০৬:১২:৪৭ সন্ধ্যা
আসসালামুআলাইকুম।, কি পাঠক ভাই ও
বোনেরা কেমন আছেন??? নিশ্চয় ভালো। আমিও
মহান আল্লাহর রহমতে ভালো আছি।
যাহোক
আজকে এখন আমি আপনাদের নিকট টিউন করবো
Android Phone এর একটি টিপস এর উপর। টিপসটি হল
আপনি কিভাবে বুঝবেন আপনার সেটটি আসলে
জেলিবিন বা কিটক্যাট ???
এটা খুবই সহজ একটা
কাজ। তাহলে আসুন শুরু করা যাক।
কাজের ধারাঃ
১।প্রথমে Settings যান।
২। এরপর নিচের দিকে About Phone এ টাচ করুন।
৩। এরপর এখান থেকে Android Version 4.2.2 or 4.4.4
etc এই অপশনটিতে একমুহূর্তের মধ্যে বা ১
সেকেন্ডের মধ্যে তিনবার টাচ করুন।
পর্যবেক্ষণঃ এখন দেখবেন, যদি আপনার ফোনটি
জেলিবিন এর হয় তাহলে জেলিবিন লেখা উঠবে।
আর যদি কিটক্যাট এর হয় তাহলে কে(K) লেখা
উঠবে।
আজ আর কথা বাড়াচ্ছি না। টিউনটা কেমন হল জানাবেন।
আল্লাহ হাফেজ।
বিষয়: বিবিধ
১৪৫৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর যদি কিটক্যাট এর হয় তাহলে কে(K) লেখা
সুন্দর টিপস, কিন্তু অসম্পূর্ণ।
জেলিবিন মানে কি? কিটক্যাট মানে কি?
কোনটির কি সুবিধা অসুবিধা?
কিছুই লিখলেন না। অপেক্ষায় রইলাম।
মন্তব্য করতে লগইন করুন