বিমানে অনেক মশা ।

লিখেছেন লিখেছেন বড়মামা ২২ মার্চ, ২০১৫, ০২:৩৯:৩১ রাত

গত ১৬ মার্চ ২০১৫ ইং রাত ১২টায় জেদ্দার ফ্লা্ইট দেশের অবস্থার কারনে সন্ধার আগেই বিমান বন্দরে চলে এসেছি ।ভিতরে এতো মশা যে অনেকে পা উপরে উঠিয়ে বসেছে। তাদের অনুরুদে মশা থেকে বাছার জন্ন বলতে গেলাম অবিসারের কাছে ।তিনি বল্লেন আমাদের কিছুই করার নাই মশা থেকে বাছার উপায় একটাই তাহলো বাহির থেকে মশার কয়েল এনে জালিয়ে রাখুন।ওনি নিজেও মশাথেকে বাছার জন্ন পানির খালি বোল দিয়ে সে্টন বানিয়ে কয়েল জালিয়ে রেখেছেন।ভাবলাম একটু কস্ঠ করি পরে বিমানে উঠে দেখি সেখনে আরো বেশি মশা ।সে্প করলো আমাদের রেখেই খুব কস্ট হচ্ছিলো কিছুই করার নাই আমরা অসহায় প্রবাসী যাত্রি।কবে আমাদের কস্ঠ বুজবে বিমান কর্তি পক্কা ।

বিষয়: বিবিধ

১৪৮৭ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310383
২২ মার্চ ২০১৫ রাত ০৩:৩৮
জোনাকি লিখেছেন : বিমান ভাড়া কম দেন।
২৩ মার্চ ২০১৫ দুপুর ১২:১৩
251607
বড়মামা লিখেছেন : ভাড়া আরো বেশী নিতে চায় ।:Thinking
310394
২২ মার্চ ২০১৫ সকাল ০৬:২৩
গাজী সালাউদ্দিন লিখেছেন :
অনুরুদে, অবিসারের, বাছার , কস্ঠ, যাত্রি,বুজবে, কর্তি পক্কা।


ভাইটি আমার, উল্লেখিত বানানগুলো একটু দেখে নেবেন।

আপনার কষ্টে আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং আশা করছি বিষয়টি অথোরিটি ভেবে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
২৩ মার্চ ২০১৫ দুপুর ১২:১৫
251608
বড়মামা লিখেছেন : :Thinking
310415
২২ মার্চ ২০১৫ সকাল ১১:৩৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : বানানের ব্যাপারে যত্নবান হোন। অনেকসময় ভাল লেখাও বানান ভুলের জন্য তার মর্যাদা হারায়।
310424
২২ মার্চ ২০১৫ দুপুর ১২:০০
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : রাষ্ট্রব্যাবস্থার দুরদশার পাশাপাশি রাষ্ট্রনিয়ন্ত্রিত সব ব্যাবস্থাই যেন ধ্বংস হয়ে গেছে
২৩ মার্চ ২০১৫ দুপুর ১২:১৫
251609
বড়মামা লিখেছেন : :Thinking
310430
২২ মার্চ ২০১৫ দুপুর ১২:৪৬
দ্য স্লেভ লিখেছেন : এবার গেলে মশারী নিয়ে উঠবেন।
২৩ মার্চ ২০১৫ দুপুর ১২:১৭
251610
বড়মামা লিখেছেন : আগে যানতে পারলে নিয়ে যেতাম।:Thinking
310432
২২ মার্চ ২০১৫ দুপুর ১২:৪৯
আফরা লিখেছেন : প্লেনে মশা - -- !! বড়মামা কেমন আছেন ?আপনি দেশে ছিলেন তাইত আপনাকে খুজে পাই নি ।
২৩ মার্চ ২০১৫ দুপুর ১২:২০
251611
বড়মামা লিখেছেন : আমি ভালো আছি আপনারা কেমন আছেন?:Thinking
310453
২২ মার্চ ২০১৫ দুপুর ০২:৪০
আবু জান্নাত লিখেছেন : আহারে! ভি,আই,পি দেরকেও মশা ছাড়ছে না। মশার কোন জাত নেই ভাইয়া।
২৩ মার্চ ২০১৫ দুপুর ১২:২০
251612
বড়মামা লিখেছেন : :Thinking
310554
২২ মার্চ ২০১৫ রাত ১০:৪২
হতভাগা লিখেছেন : ইদানিং কিছু কারেন্টওয়ালা টেনিস র‍্যাকেট পাওয়া যায় , মশা মারার জন্য । মশা স্টিং এ লাগলে কারেন্টের প্রভাবে পুড়ে মারা যায় । তাতে হালকা আগুনও জ্বলে উঠে । মারা যাবার সময় ঠিস ঠাস শব্দ হয়ে । বেশ এক্সাইটিং লাগে ব্যাপারটা ।

দুই চারটা মশা মারার পর মশা আর কাছে ঘেষে না।
২৩ মার্চ ২০১৫ দুপুর ১২:২১
251613
বড়মামা লিখেছেন : :Thinking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File