পির,মোরশেদ,গাউছু,কুতব,ভান্ডারী, খাজা বাবা,এগুলি নিজর ব্যাবসার শুবিদার্থে বানানো শব্দ।
লিখেছেন লিখেছেন বড়মামা ১৯ নভেম্বর, ২০১৪, ০৩:৫৭:০৩ দুপুর
যাদের আল্লাহ এবং রাসুলের পতি ঈমান আছে এবং কাবাঘরকে কেবলা মনেকরে নামায পড়েন। তাঁদের কাছে আমার প্রশ্ন ।দুরে থেকে মক্কা মধিনার ইমাম ওআলেমদের ভুল ধরে ।যেমন মার কাছে মামুর বাড়ির গল্প বলা। আমি নিজে অনেক শেখ বা আলেমের কাছে জিগাসা করেছি তারা সবাই বলে হাদিস ও কোরানে এধরনে কোনশব্দ নাই,এগুলি বানানো শব্দ।নামধারি পিরেরা অতি সরল মনের মানুষদের সহজে জান্নাত পৌছার লোভ দেখায় তাই মানুষ নতুন নতুন শব্দ শুনে প্রবাবিত হয়া ।এক বন্ড বলে আমার কাছে সবার জন্য দরজা খোলা হিন্দু,বোদ্ধ মুসলিম সাবাইকে হাশরের দিন পার করে দিবে।মুরিদেরা মেছাল দেয় ,গুদার ঘাঠে যখন পয়সা দিয়া নৌকায় উঠেন তখন মাঝি কে কোন ধর্মের তা দেখেনা আর আমাদের দয়াল বাবাতো আরো উধার, বাবার মুরিদ হলে বাবা কাউকে রেখে জান্নাতে যাবেনা তাই হালাল হারাম দেখেনা বাবা সবার টাকা গ্রহণ করে।সব পির মার্কা লোকদের একটা করে দোকান আছে আর সেটা হলো কয়টা এতিম রাকবে মাদ্রাসায় এই এতিমদে নাম বেইছা টাকা উটায় তাদের ডাল ভাত দিয়া বাকী সব ব্যাংকে।
বিষয়: বিবিধ
২২৯২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন