মুহাম্মদ এবনে আব্দুল্লাহ [সাঃ]এর জন্ম নিয়া লাফালাফির দরকার নাই ।তিনি কি করে গেছেন,কি বলে গেছেন,তাই করুন।
লিখেছেন লিখেছেন বড়মামা ১৫ নভেম্বর, ২০১৪, ০২:৫০:৪৬ রাত
নবীর জন্ম তারিক ৫৭০ইংরেজি সাল ১২ রবিউল আউয়াল।এইটা শতবাক ঠিক কেউ বলতে পারবেনা।সাল যদি৫৭০ হয় তাহলে ইংরেজী মাস কোনটি যদি ১০টায় জন্ম হয় তাহলে ইংরেজীতে ১ তারিক আরবিতে ২ তারিক।এগুলি নিয়া মাথা ঘামানো আমাদের কোন দরকার নাই।আল্লাহ বলেছেন রাসুল[সাঃ]এর আদর্শ হলো উত্তম আদর্শ তোমাদের জন্য ।জন্ম তারিকের যদি ইসলাম ধর্মে একটু দরকার পরতো তাহলে নবী জিবিত থাকতেই খুরমা খেজুর দিয়া ঈদে মিলাদুন্নবী করতেন।খলিফারাও করেনাই তবে আপনারা এতো পাগল কেন? জন্ম তারিক নিয়া।ফজরের ফরজ নামাযের খবর থাকেনা বিকলে মিল্লাদের মিছিল ।সব বেদয়াত ।সুন্নাহ মত চলুন তার পর নিজেকে সুন্নী মুসলিম বলুন।মুখে বলবেন এক কথা কাজ করবেন তার উল্টা।এট। মুনাফেকের চরিত্র।
বিষয়: বিবিধ
১৫৪২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বড়োদের মতই যুক্তিময় কথা বুইলচেন আপনি!
আপনের পিছেই আছি আমিও!
মামু-ভাগিনা যেইখানে!
সমুইস্যা থাইকবে না হেই খানে!!
m/ m/
মন্তব্য করতে লগইন করুন