হজ্জের লাভ লোকশান
লিখেছেন লিখেছেন বড়মামা ০৪ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৩৫:৩৩ রাত
কেউ নামের আগে আলহাজ্জ্ লিখলে, আল্লাহর কছে হজ্জের সওয়াব পাবার সন্দেহ আছে।কারন মুসলিদের দিনে পাঁচবার নামায আদাই করতে হয় ।সাল্লি আদাই করতে মসজিদে যায়। তাদের মসজিদে অবস্থান সময় শুধূ মুসাল্লি বলাহয় মসজিদ থেকে বাহির হলে সে আর মুসাল্লী থাকেনা ।সাধারন মনুষের মত হয়ে যায়।কেউ নিয়মিত নামায আদাই করলে তাকে সাধারন মানুষ লোকটিকে নামাযি মনে করে বা বলে ।তাইবলে তার নামে আগে যদি নামাজি সেলিম বলে তাহলে কেমন হয় ।মানুষ যখন রোজা রাখে তখন তাকে রোজাদার বলে মাগরিবের পর আর রোজাদার থাকে না ।সারা বছর যদি একজনকে রোজাদার ছাবের সাব বলা হয় তবে মানুষ মনে করবে লোকটি কি সারাবছরই রোজা রাখে ? তদরুপ যারা হজ্জ পালন করার জন্য মক্কার উদ্ধেশে বাড়ি থেকে বাহির হওয়ার পর পুনরায় বাড়িতে ফিরে আসা পর্যন্ত হাজ্জি তাকে ।পরে আর হাজ্জি থাকে না আমাদের দেশের লোকেরা নামের আগে আলহাজ্জ লিখলে বা বল্লে খুব খুশি হয় পৃথিবীর বহু দেশের মানুষ হজ্জ পালন করতে আসে কোন দেশের মানুষ হজ্জকে নামের আগে টাইটেল হিসাবে ব্যবহার করেনা ।ঈমান, নামায,রোজা,হজ্জ,যাকাত,এগুলি মুলিমের ইবাদত এইগুলি টাইটেল হিসাবে ব্যবহার করার কোন নিয়ম নাই রাসুল[সাঃ]এর কোন সাহাবী এগুলি ব্যবহার করেন নাই।যদি প্রমান থাকতো তাহলে আরাবিয়ানরা সবাই ইবাদতকে টাইটেল হিসাবে ব্যবহার করতো।বাংলাদেশের বক্তাদের বলতে চাই পোস্টারে যে আপনাদের নামের আগে আলহাজ্জ লেখা হয় এইটা কোথায় পাইলেন ।যেকোন কাজের ফলা ফল তার নিয়তের উপর ।বন্দু বান্দব আনেকে হজ্জ করেছে,আলহাজ্জ লাগাইছে, মাইকে কিসুন্দর করে নাম বলে।মানুষেও শুধু বলে ভাই হজ্জ করতে যান্না কেন।ছেলে মেয়েরাও বলে টাকা লাগলে আমরা দিবো তবু আপনি হজ্জে যান মানুষ বলে তোদের বাবা হজ্জে যায়না কেন।মুরব্বী বলে আরে আমি কি পাপ করেছি নাকি যে হজ্জে যাবো।একবারো মনে করলোনা যে আমাদের জন্য [যাদের যাতায়াত খরছ আছে] আল্লাহ হজ্জ ফরজ করেছেন। তার পর যারা হজ্জে যায়।তারা আল্লাহর কাছে এই হজ্জের কি পাবে আল্লাহই ভালো যানেন ।হাদিস অনুজায় দুনিয়ায় সবই পাবে ।কিন্তু হাশরের দিন দেখবে হজ্জের ঘর খালি।সেই দিন আল্লাহ বলবেন হজ্জের এর পতিদান তুমি দুনিয়াতে পাইছো, আলহজ্জ পাইছো আমার ভয়েতো হজ্জ করোনাই। আমি কিছু দিবো না।আমারা যারা হজ্জ করি বা করবো সবার একটাই উদ্ধেস হওয়া উচিত একমাত্র আল্লাহরকে রাজি খুশি করা ।
বিষয়: বিবিধ
১৪৮৫ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ| অনেক ধন্যবাদ|
কোন সাহাবী আলহাজ্জ ব্যবহার করেনি ।আপনিতো বেদায়াতের পক্ষে।
মন্তব্য করতে লগইন করুন