বিশ্ব ইজতেমার কথা

লিখেছেন লিখেছেন বড়মামা ২৪ জানুয়ারি, ২০১৪, ০১:৫৪:০৮ রাত

বিশ্ব ইজতেমা, বিশ্ব জাকের মন্জিল,আরো অনেক বিশ্ব আছে বাংলাদেশে।মন চাইলে ইজতেমায় যান তবে এইটা ভেবেন না যে আমার গুনা সব তুরাগ নদীর পার মাফ করিয়ে আসছি অনেকে দেখি ইজতেমা থেকে এসে নিজেরে ধন্য মনে করে।ঐখানে কিছু লোক মনেকরে হজ্জের পরেই বিশ্ব ইজতেমার স্থান।তাহলে তাদের দৃষ্টিতে হজ্জ হলো বিশ্ব ইজতেমার আগের স্থান।আল্লাহর ফরজে আঈন হজ্জের সাথে বাংলাদেশের বিশ্ব ইজতেমার তুলনা করা কতটুকু যুক্তি সঙ্গত ।মুসলিম যখন রোজা রাখে তখন সে রোজাদার ইফতার করার পর সে আর রোজাদার থাকেনা।যখন কোন লোক মক্কা হজ্জে আসে তখন সে হাজী যখন বাড়ি ফিরে যায় তখন সে আর হাজী থাকেনা ।নামায পড়ার জন্য যখন মসজিদে যায় তখন সে মুসুল্লী মসজিদ থেকে বাহির হয়ে গেলে সে আর মুসুল্লী থাকেনা।আল্লাহ এবং রাসুল [সাঃ]এর পতি যখন মানুষ ঈমান আনে তখন সে ঈমানদার হইয়া যায় ।যখন আল্লাহ এবং রাসুল [সাঃ]কে বিষ্শাস করেনা তখন সে বেঈমান মানে ঈমান হারা হইয়া যায় ।তাবলিগ ওয়ালারা সব সময় সাধারন জনগনকে মুসুল্লী বলতে থাকে।আর বাংলাদেশে হজ্জকে উপাদি হিসাবে মরনের পরেও হাজীসাব,হাজীসাব বলতে থাকে আরব দেশে হাজী উপাদি হিসাবে ব্যবহার হয় না।আরেক কথা বলে মুরুব্বী বয়সে ছোট হলেও মুরুব্বী বলতে হবে।আল্লাহর রাস্তায় যে টাকা খরছ করে তা কি ভাবে উপার্জন করে তার কোন খবর নিবে শুধু ফজিলত আর ফজিলত।হাশরের দিন ৫টা প্রশ্নের উত্তর দেওয়া ছারা কোন আদম সন্তানকে এক কদম চলতে দেয়া হবে না ।ঐখানে আয় কি ভাবে করেছে এবং বেয় কি ভাবে কোথায় করেছে এই দুটা প্রশ্নও আছে।শুধু লম্বা জামা,দাড়ী, টুপি,ডিলা,কুলুব মেছোয়াক ইত্যাদি বেশ দরলে কি কাজ হবে ?তবে অনেকের কিছু আমল দেখা যায়।

বিষয়: বিবিধ

১৭৩৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

166556
২৪ জানুয়ারি ২০১৪ রাত ০২:১৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বড় মামা এই ইজতেমা থেকে যদি দেশের মজলুম জনগনের পক্ষ নিয়ে কথা বলা হয় ,মজলুম জনগনের পক্ষে মাঠে নামার জন্য দেশের মুসলমানদের অনুরুধ করা হয় ,জুলুমবাজ সরকারের বিরদ্ধে অবস্তান নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তখন এই ইজতেমা সার্থক অন্যতায় আল্লাহ মালুম।
২৪ জানুয়ারি ২০১৪ রাত ০২:৩১
120634
নাবীল লিখেছেন : মজলুম জনগনের পক্ষে কথা বললে তো মার খেতে হবে ।সুতারাং এইটা আমরা পারবোনা।
এইটা জামাতির গো কাজ। আমরা যেই ভাবে আছি আমাদের কে সেই ভাবে থাকতে দিন।
মজলুমের পক্ষে কথা বললে আমাগো ইজতেমায় হাছিনা খালেদা আইবোনা।
আমরা হেরগো মনে কস্ট দিতে পারুমনা।
২৪ জানুয়ারি ২০১৪ রাত ১০:০৭
120952
বড়মামা লিখেছেন : আমিও আশা করি মুরুব্বীরা নরম ভাবে হলেও জালিম সরকারকে বলবেন ।জনগনের উপর আর জুলুম করবেন না।যনিনা ৩০লক্ষ লোক সামনে রেখেও তাদের এত ভয় কেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে।
২৫ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:০২
121106
ইমরান ভাই লিখেছেন : যনিনা ৩০লক্ষ লোক সামনে রেখেও তাদের এত ভয় কেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে।

বললে তাদের ইজতিমা বন্ধ হয়ে যাবে+তাদের সুফীবাদি আকিদা প্রচার বন্ধ হয়ে যাবে+ তাদের কেস্সা কাহীনি বন্দ হয়ে যাবে+ তাদের গোমড় ফাস হয়ে যাবে+ মানুষ তাদের চিনে ফেলবে+ ইত্যাদি।
166616
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৩১
সাইদ লিখেছেন : দেশের সব মাথারা সারাবছর জনগনের উপর শোষণ চালিয়ে ইজতেমায় যায় ,হজে যায় ----আফসোস।
২৪ জানুয়ারি ২০১৪ রাত ১০:১২
120957
বড়মামা লিখেছেন : ফজিলতের কথা শুনিয়া পাগল হইয়া যায়,যদি আখেরী মোনাজাত ছুইট্টা যায় তবে এক বছর অপেক্ষা করতে হবে।
166667
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৩১
ইমরান ভাই লিখেছেন : অনেকেই জানার পরেও সেখানে জাবার জন্য সংকল্প করে। আল্লাহ তাদেরকে বোঝার তাওফিক দিন আমিন।
সত্য উন্মচিত হবার পরেও যারা বুঝার চেস্টাকরেনা তাদের চোখ আল্লাহ খুলে দিন। আমিন।

এসমন্ধ্যে আমার করা দুইট পোস্ট
টঙ্গীর ইজতেমা যদি উমর (রাযঃ) এর যুগে হত....তাহলে কি হতো???
জানার মাঝে অনেক অজানা........

ধন্যবাদ মামাজি....শুকরান।
২৪ জানুয়ারি ২০১৪ রাত ১০:১৫
120958
বড়মামা লিখেছেন : ইমরান ভাই আপনাকেও ধন্যবাদ।
166734
২৪ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৪
ইবনে হাসেম লিখেছেন : নাবীল লিখেছেন : মজলুম জনগনের পক্ষে কথা বললে তো মার খেতে হবে ।সুতারাং এইটা আমরা পারবোনা।
এইটা জামাতির গো কাজ। আমরা যেই ভাবে আছি আমাদের কে সেই ভাবে থাকতে দিন।
মজলুমের পক্ষে কথা বললে আমাগো ইজতেমায় হাছিনা খালেদা আইবোনা।
আমরা হেরগো মনে কস্ট দিতে পারুমনা
২৪ জানুয়ারি ২০১৪ রাত ১০:১৮
120961
বড়মামা লিখেছেন : নবীল ভাই কে আমি জানি উনি মনের দুঃক্ষে বলেছে তারা যে কিছু বলে না এই জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File